শীঘ্র সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, আশাবাদী সুব্রত
জুলি দাস
করিমগঞ্জ, ২৮ সেপ্টেম্বর : স্থানীয় সুপারী ব্যবসায় এক বিশেষ সম্প্রদায়ের জনগণ জড়িত বলেই সরকারের নির্দেশে পুলিশ হয়রানি করছে। এই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
সরকার স্থানীয় সুপারী নিয়ে পুলিশি হয়রানি বন্ধ না করলে এবং সমাধানের পথ না খুঁজলে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দেন বিধায়ক। অন্যদিকে, সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য।
গত কয়েক মাস থেকে স্থানীয় সুপারি নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিক্রি করতে গেলে পুলিশের হয়রানির মুখে পড়তে হয়। এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সাব্যস্ত করছেন স্থানীয় সুপারি ব্যবসায়ীরা।
হাইলাকান্দি এবং করিমগঞ্জে রাস্তায় সুপারি ফেলে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। আসিমগঞ্জেও প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।
উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ অভিযোগ করে বলেছেন, স্থানীয় সুপারি মোটেই অবৈধ নয়। সরকার ইচ্ছাকৃতভাবে হয়রানি করছে ব্যবসায়ীদের।
বার্মিজ সুপারি এবং স্থানীয় সুপারির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেখেই বোঝা যায় কোনগুলি বার্মিজ সুপারি আর কোনগুলি স্থানীয়। ব্যবসায়ীদের পরিকল্পিতভাবে হয়রানি করছে রাজ্য সরকার।
কমলাক্ষ বলেছেন, এ নিয়ে বিধানসভায় প্রসঙ্গ উত্থাপন করেছি আমি। মন্ত্রী পীযূষ হাজরিকা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এবং সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি।
তিনি আরো বলেছেন, বরাক উপত্যকা সব দিকে অবহেলিত। বর্তমান রাজ্য সরকার উপত্যকাকে অবহেলার চোখে দেখে। চাকরি, কৃষি ক্ষেত্র ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে বরাকের তিন জেলাকে। রাজ্য সরকারের এমন মনোভাবের কড়া সমালোচনা করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক।
বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেছেন, বিষয়টি খতিয়ে দেখছে সরকার। সম্প্রতি সব রাজনৈতিক দল এবং বিধায়কদের নিয়ে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় এ নিয়ে নতুন এসওপি হবে। যদিও অনেকদিন পার হয়ে গেছে। তিনি আরো বলেছেন, স্থানীয় সুপারি ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ পাওয়া দরকার। রাজ্য সরকার অতিসত্বর এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।