ষষ্ঠীর দিন করিমগঞ্জ আসছেন মুখ্যমন্ত্রী, ঘুরবেন বিভিন্ন মণ্ডপ

Spread the love

করিমগঞ্জ, ২৯ সেপ্টেম্বর :

বিল্বষষ্ঠীর দিন পুজো দেখতে করিমগঞ্জ আসছেন মুখ‍্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। দুর্গাপূজা উপলক্ষে মুখ‍্যমন্ত্রীর এটাই হবে প্রথম করিমগঞ্জ সফর।

মূলত শহরের বড়বাজেটের কয়েকটি মণ্ডপ পরিদর্শন করতে শনিবার জেলা সদরে আসবেন মুখ‍্যমন্ত্রী। আজ বিকেলে জেলা বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সফরের কথা জানালেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য।

তিনি বলেন, শনিবার মহা ষষ্ঠীতে সকাল দশটায় করিমগঞ্জ সদরে পৌঁছবেন মুখ‍্যমন্ত্রী। বিশেষ বিমানে কুম্ভীরগ্রাম বিমান বন্দরে অবতরণের পর হেলিকপ্টার যোগে আসবেন করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে।

এজন্য সরকারি স্কুলের মাঠে অস্থায়ী হেলিপ‍্যাড তৈরি করা হবে। এখানে নেমে তিনি সরাসরি চলে যাবেন জেলা সদরের কয়েকটি পুজো মণ্ডপে।

সুব্রতবাবুর দেওয়া তথ্য অনুযায়ী পুজো মণ্ডপে দেবী দুর্গা দর্শন সহ পুজো কমিটির লোকেদের সঙ্গে কথা বলবেন। জেলা বিজেপি সভাপতি জানান যে সকল মণ্ডপে মুখ‍্যমন্ত্রী যাবেন তার একটি তালিকা গুয়াহাটি প্রেরণ করা হয়েছে প্রশাসনের তরফে।

সেটা ফাইনাল হয়ে রাতেই জেলা প্রশাসনের কাছে আসার কথা রয়েছে। এরপর ওই সকল মণ্ডপের নিরাপত্তার কঠোর করা হবে।

তাছাড়া মুখ‍্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের একটি টিম ইতিমধ্যে শিলচর পৌঁছে গেছে। সুব্রত বলেন, পুজোর মধ্যে ড. হিমন্তবিশ্ব শর্মার জেলা সদরে আসা খুবই আনন্দের। তাঁকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে সীমান্ত শহর।

এদিন দিনভর পুজো মণ্ডপ পরিদর্শন শেষে বিকেল চারটায় তিনি গুয়াহাটি অভিমুখে রওনা দেবেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল বণিক, প্রদেশ কমিটির সদস্য কৃষ্ণ দাস, পুরপতি রবীন্দ্র দেব, দেবব্রত সাহা, নিশিকান্ত ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য গত বছর পুজো দেখতে শিলচর এসেছিলেন মুখ‍্যমন্ত্রী।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token