জুলি দাস
করিমগঞ্জ, ১৭ নভেম্বর : দীক্ষাদান করতে করিমগঞ্জ এসে পৌঁছেছেন বেলুড় মঠের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ।
বৃহস্পতিবার তিনি করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে এসে পৌঁছান। মহারাজের উপস্থিতির খবর পেয়ে ভক্তরা অধিক সংখ্যায় জড়ো হন মিশনে।
এদিন ঠাকুর দর্শনের পর মিশনের সব কিছু পরিদর্শন করেন মহারাজ। তখন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ, যুগ্ম সম্পাদক স্বামী রামভদ্রানন্দজি মহারাজ সহ অন্যান্যরা।
শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদকও তখন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিলচর রামকৃষ্ণ মিশনে দীক্ষাদান কার্যসূচি সমাপ্ত হওয়ার পর বৃহস্পতিবার তিনি করিমগঞ্জ আসেন।
এদিন শিলচর থেকে তাঁকে নিয়ে আসেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজরা। করিমগঞ্জ আসার পর তাঁকে বরণ করা হয় ভক্তদের পক্ষ থেকে। ফুল ছিটিয়ে দেন ভক্তরা।
স্বামী গিরিশানন্দজি মহারাজ শুক্রবার থেকে দীক্ষাদান করবেন। লাগাতার চারদিন মোট ১৬৭ জনকে দীক্ষা দেবেন তিনি। আগামী ২২ নভেম্বর পর্যন্ত তিনি করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে অবস্থান করবেন। প্রতিদিন বিকেলে ভক্তরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে জানা গেছে।