শিলচর-কালাইন সড়কে বিশাল আকারে গর্তে পরিনত, দূর্গাপূজার সময়ও সংস্কার নেই : ক্ষুব্ধ জনগণ

Spread the love

রূপক নাথ, ২ অক্টোবর :

শিলচর-কালাইন সড়ক ফের মরণ ফাঁদে পরিণত হয়েছে। কাছাড় জেলার শিলচর, বড়খলা এবং কাটিগড়া তিনটি বিধানসভা সমষ্টির অন্তর্গত এই সড়ক দীর্ঘদিন জনদুর্ভোগের পর গত বিধানসভা নির্বাচনের আগে সংস্কার করে চলাচলের উপযোগী করা।

কিন্তু বছর পেরোতে না পেরোতে রাস্তার মেজে বিশাল বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে, ফলে প্রতিদিন দুর্ঘটনা লেগেই আছে।

জনসাধারণ বার বার রাস্তার সংস্কারের দবি নিয়ে জনপ্রতিনিধিদের দারস্ত হলেও তাদের টনক নড়ছে না।

শিলচরের বিধায়ক দ্বিপায়ন চক্রবর্তী তাঁর অংশের সড়কটি সংস্কারের বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি আজও পুরন হয়নি।

ইএনডি কলোনি পুলিশ পয়েন্ট থেকে শুরু করে রাণী ফেরী হয়ে কালাইন বাজার পর্য্যন্ত অনেক স্থানে রয়েছে বিশাল বিশাল গর্ত।

উল্লেখ্য যে এ সড়কটি শিলচর, বড়খলা এবং কাটিগড়া তিনটি বিধানসভা সমষ্টির তিনজন বিধায়কের আওতায় পড়ে, এরপরও সড়কটির এমন বেহাল অবস্থা।

দূর্গাপূজার সময়ও সংস্কার করে তুলা হয়নি সড়কটি, মন্ত্রী-বিধায়ক সকলই প্রচারে আসস্তে সংবাদ মাধ্যমের সামনে কেবল একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

পূর্ত বিভাগের আধিকারিকদের নেই কোন দায়-দায়িত্ব। অতচ প্রতি দিন হাজার হাজার যাত্রী গাড়ি ও মালবাহী লরি চলাচল করে থাকে এ সড়ক দিয়ে। পূজার সময় এই ভাবে বেহাল থাকায় মানুষ চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

সড়ক সংস্কারের নামে সরকার থেকে বিশাল আকারের অর্থ বরাদ্দ করা হলেও বাস্তবে সঠিকভাবে কাজ হয়নি বলেই শিলচর- কালাইন সড়কের এই অবস্থা হয়েছে মনে করেন জনসাধারণ। এমনকি এক বছর আগে শিলচর-কালাইন সড়কের মেরামতির কাজে দুই পাশের সাইড বামের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্ধ হলেও কিছু কিছু অংশে কাজ করে বাকি অংশের সাইড বামের কাজের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token