উত্তরপ্রদেশ, ৩ অক্টোবর : বাঙালীর আনন্দ উৎসব দুর্গা পূজা, সারা বিশ্বে এই উৎসবকে আনন্দ উৎসব উদযাপন করা হচ্ছে। কিন্তু রবিবার সপ্তমীর রাত আনুমানিক ৯ টা নাগাদ উত্তর প্রদেশের ভাদোহির একটি দুর্গা পুজো মণ্ডপ আগুনে ছাই হয়ে গেছে, শুধু তাই নয় এই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।
মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা তিনটি শিশুও, আগুনে ঝলসে আহত হয়েছেন কমেও অর্ধ শতরও বেশী বলে সূত্রে জানা গেছে। আহতদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাস্পাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যেও অনেকের অবস্থা আশংকা জনক।
পুজো মণ্ডপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলাশাসক গৌরাঙ্গ রাঠোর ঘটনা স্থলে উপস্থিত হন, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আওরাই থানা এলাকায় দুর্গা পুজো মণ্ডপে আগুন লেগে প্রায় ৪২ জন আহত হয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
জেলাশাসক গৌরাঙ্গ রাঠোর সহ অন্যান্য কর্মকর্তারা আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে সেখানে গিয়ে উদ্ধারকাজের তদারকি করেন।
৪২ এর মধ্যে ৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ৩৩ জনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে বারাণসীতে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গিয়েছে, যে সময় মণ্ডপে আগুন লাগে তখন সেখানে কমপক্ষে ৩ শতাধিকেরও বেশী দর্শনার্থী সহ পূজা কমিটির মানুষ উপস্থিত ছিলেন।
পুজো মণ্ডপে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।