সুপ্রিয় পাল,দুল্লভছড়া,৪ অক্টোবর :
দুল্লভছড়া মডেল হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির কারণে অকালে প্রাণ হারালেন বিজেপির দুর্লভছড়া বিজেপির ব্লক মন্ডলের সাধারণ সম্পাদক পরাগ পাল ওরফে বাবন (৪৬)।
মৃত্যুর রেখে গেছেন স্ত্রী তনুশ্রী পাল, কন্যা পুষ্পাঞ্জনা পাল (৯) ও দুই ভাই, বোন, কাকা সহ গুণুমুগ্ধ আত্মীয়সজন।
জানা যায় দুল্লভছড়া স্টেশন রোডের দুর্গাপূজা কমিটির সম্পাদক পদে ছিলেন তিনি, অষ্টমী দিনে দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করে আনুমানিক বেলা চারটায় নিজ বাড়িতে খেতে আসেন।
কিন্তু খাবার মুখে দিতেই আচমকা খাবার আটকে যাওয়ায় বিজেপি ব্লক মন্ডলের সভাপতি জিতেন্দ্র লাল রায় ও মন্ডল উপসভাপতি তড়িঘড়ি দুল্লভছড়া হাসপাতাল নিয়ে যান।
হাসপাতালে পৌঁছা পর্যন্ত তিনি কথাও বলছেন, কিন্তু সেই সময় হাস্পাতালে কোন চিকিৎসক না থাকায় তাঁকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী ব্যক্তিগত চিকিৎসকের কাছে।
সেখানে তাঁকে ইনজেকশন দেওয়ার পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির ব্লক মন্ডলের সাধারণ সম্পাদক পরাগ পাল অরফে বাবন।
তাঁর অকাল মৃত্যুর পর দুল্লভছড়া মডেল হাসপাতালে চিকিৎসক না থাকাকে দায়ি করছেন মন্ডল সভাপতি জিতেন্দ্র লাল রায়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার বেশ কিছু গ্রামের জনগণে চিকিৎসা পরিসেবা নির্ভর করে এই দুল্লভছড়া মডেল হাসপাতালের উপর, তাছাড়া শারদীয় উৎসবে জনসমাগম বেশি হওয়াতে এলাকায় দুর্ঘটনাকে এড়িয়ে দেওয়া যায় না।
এই অবস্থায় হাসপাতালে সবসময় ডাক্তার থাকা জরুরী, তিনি বিজেপি মণ্ডল সাধারণ সম্পাদক পরাগ পাল অরফে বাবনের অকাল মৃত্যুর জন্য হাস্পাতালের ডাক্তারদের না থাকাকে দায়ী করেন।
জিতেন্দ্র লাল বলেন, রুগীদের পরিসেবা দেওয়ার জন্য প্রতি মাসে মোটা অংকের মাসুহারা পেয়ে থাকেন, অথচ প্রায়ই হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিত নিয়ে অভিযোগ করে থাকেন রোগীর আত্মীয়স্বজনরা।
তিনি বলেন, সমাজের লোকেরা যাদেরকে ভগবানের দ্বিতীয় স্থানের বলে গণ্য করেন তাদের এরকম উদাসীনতা এবং কর্মে গাফিলতি কোনভাবে মেনে নেওয়া যায়না।
এদিকে স্থানীয় জনসাধারণও দুর্লভছড়া হাস্পাতালের কর্মীদের বিভিন্ন সময়ের রুগীর প্রতি গাফিলতি নিয়ে আঙ্গুল তুলতে শুরু করেছে।
দাবী উঠছে পূজার সময়ে চিকিৎসা কর্মীদের অনুপস্থিতির উচ্চ পর্যায়ের তদন্ত করে দুষিদের কঠোর সাস্থি প্রধান করার।
অন্যদিকে প্রয়াত বিজেপির দুর্লভছড়া মণ্ডল সাধারণ সম্পাদক পরাগ অরফে বাবন পালের শেষকৃত্য দলীয় পতাকা দিয়ে সম্মানপূর্বক ভাবে সম্পন্ন করা হয়েছে।
দলীয় কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দুল্লভছড়া বিজেপি ব্লক মন্ডলের সভাপতি জিতেন্দ্র লাল রায়, মন্ডল সাধারণ সম্পাদক রাকেশ সিনহা, জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, মন্ডল উপসভাপতি শ্যাম কুমার সিনহা শক্তি কেন্দ্রের নপুর সাহা, এপি সদস্য হেনয় নাথ, ব্লক সভানেত্রী রুপা হরিজন, মন্ডল সম্পাদক উত্তম লোহার, যুব মোর্চার সভাপতি টিংকু মালা, সম্পাদক জুনেল হোসেন, যুব মোর্চার সম্পাদক রাজীব রায়, সহ অন্যান্যরা। রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার পরাগ ওরফে বাবন পালের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ জ্ঞাপন করেছেন।