বোমগারা ও ফিনবিরোতে চলছে অবৈধ কয়লা উত্তোলন!
মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : জীব শ্ৰেষ্ঠ মানুষ যখন দানবের মত টাকা টাকা করে প্ৰকৃতিকে ধ্বংস করাকে উপভোগ করে তবে রক্ষা করবে কে?
আজ দেখাব মার্গেরিটা সমষ্টিৰ লেখাপানী থানার অন্তৰ্গত অসম-অরুণাচল প্রদেশের বোমগারা এবং ফিনবিরোতে কিভাবে ক্ষিপ্র গতিতে চলছে বেআইনি কয়লা খনন।
অথচ হাত গুটিয়ে বসে আছে লেখাপানী আঞ্চলিক বন বিভাগ, মার্গেরিটা মহকুমা প্রশাসন এবং তিনসুকিয়া জেলা প্রশাসন।
প্রায় একশটির বেশি বিশাল বিশাল পোকলেন রয়েছে, যা ঐতিহাসিক পাটকাই পাহাড়কে ধ্বংস করছে।
কয়লা ডাম্পার গন্তব্যে নিয়ে যেতে বন ধ্বংস করে তৈরি করা হয়েছে তারা রাস্তা।
বিশেষ সূত্রে জানা গেছে, বোমগারা এবং ফিনবিরোতে অবৈধ কয়লা খনির এন্ট্রির নামে ১ লক্ষ, ৬০ হাজার টাকা করে আদায় করা চলছে।
আগামী ২৮ ডিসেম্বর থেকে লিখাপানি বন বিভাগের অধীনস্থ পাহাড়পুর, লালপাহাড়, ফায়ারিং রেঞ্জে অবৈধ কয়লা খনন শুরু হবে। এরজন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কয়লা মাফিয়ারা।