দীপন কুমার দাস ও রূপক কুমার নাথ, কাটিগড়া, ৮ অক্টোবর : কথা রাখলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। শনিবার কাটিগড়া এম জি মডেল হাস্পাতাল এবং কালাইন এফ আর ইউ হাসপাতালে একটি করে এম্বুলেন্স হস্তান্তর করেন বিধায়ক খলিল উদ্দিন।
কাছাড় জেলা প্রশাসনের উন্নয়ন আধিকারিক রাজীব রায়, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন সহ অন্যান্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্তিতিতে শনিবার কাটিগড়া ও কালাইন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এম্বুল্যান্সের চাবি তুলে দিয়েছেন কাটিগড়ার বিধায়ক।
এনিয়ে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা প্রশাসনের উন্নয়ন আধিকারিক রাজীব রায় বলেন, প্রত্যেকটি সরকারি সম্পদকে আপন ভাবে ব্যবহার করলে সরকারি সম্পদটি দীর্ঘদিন স্থায়ী হয়, তাই অম্বুল্যান্স গুলি নিজের যত্ন সহকারে ব্যবহারের পরামর্শ দেন তিনি।
কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন প্রথম পর্যায়ে কাটিগড়া ও কালাইন হাসপাতালে এম্বুলেন্স প্রদান করা হয়েছে, কাটিগড়া এলাকার প্রত্যেকটি হাসপাতালে পর্যায়ক্রমে এম্বুলেন্স প্রদান করার ব্যবস্থা করবেন তিনি।
সভায় কাটিগড়া মডেল হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করায় কাছাড় জেলা প্রশাসনের উন্নয়ন আধিকারিক রাজীব রায় বলেন, কাটিগড়া মডেল হাসপাতালের ব্লাডবেংক চালু করার জন্য প্রয়োজন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিসেবার ব্যবস্থা করা।
তিনি আজই বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংগে যোগাযোগ করবেন, যাহাতে বিভাগীয় কর্মকর্তা সরজমিন তদন্ত করে পরিসেবা প্রদানের ব্যবস্থা করতে পারেন।
তবে বিষয়টি নিয়ে যথাযথ ভাবে সংস্লিষ্ট কর্তৃপক্ষের সংগে যোগাযোগ রাখার পরামর্শ প্রদান দেন রাজীব রায়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগীয় যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন, কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমদ চৌধুরী, দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, পঞ্চায়েত সভাপতি মনসুর আহমদ, নির্ঝর দাস, ডাঃ রত্না চক্রবর্তী, ডাঃ মঞ্জুরুল হক, বিশিষ্ট সমাজ সেবী হাবিবুর রহমান প্রমুখ।