দীপন কুমার দাস, কাটিগড়া, ১৪ অক্টোবর : অসম গণপরিষদের ৩৮তম প্রতিষ্ঠা দিবসে ৩৮টি দলীয় পতাকা উত্তোলন করা হল কাঠিগড়ায়।
এদিন অগপর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ও এআইইউডিএফ দলের প্রায় ৮০০ কর্মী সমর্থক অসম গন পরিষদের খাতায় নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন কাঠিগড়া অগপ নেতৃত্ব।
অসম গন পরিষদ দলের ৩৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে কাটিগড়া বিধানসভা সমষ্টির কাতিরাইলে ৩৮টি দলীয় পতাকা উত্তোলন করেন দলের পদাধিকারীরা। পরে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্পন ও মাল্যদান করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন বিকেলে অগপর কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি বকুল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বর্তমান বিধায়কের ব্যর্থতার জন্য স্তব্ধ হয়ে পড়েছে কাটিগড়ার উন্নয়ন।
কাটিগড়ার সর্বাঙ্গীন উন্নয়নের চাকায় গতি আনতে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে কাটিগড়ার ২৫টি গাঁও পঞ্চায়েত এলাকায় প্রার্থী দেবে অসম গন পরিষদ।
সভায় মূখ্য অতিথির বক্তব্যে বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত অসম গন পরিষদের রাজ্যিক সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ বলেন, বরাক উপত্যকার বেশ কয়েকজন বিরোধী দলের বিধায়ক আগামী কিছু দিনের মধ্যেই অসম গণপরিষদ দলে যোগদান করবেন।
সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বকুল উদ্দিন মজুমদার, জাহাঙ্গীর আলম লস্কর সাহাব উদ্দিন চৌধুরী, ইকবাল আলম বড়ভূইয়া, ফিয়ার উদ্দিন বড়ভূইয়া, আসরফ আলী প্রমুখ।
এদিনের সভায় কাটিগড়া বিধানসভা এলাকার বেশ ক’টি গাঁও পঞ্চায়েত এলাকার প্রায় আটশোতাধিক কংগ্রেস এবং এআইইউডিএফ দলের কর্মী সমর্থক অসম গণপরিষদ দলে যোগদান করছেন।
এর মধ্যে কাটিগড়া যুব কংগ্রেসের মাসুম আহমদ লস্কর ও কালাইন ব্লক কংগ্রেসের নিজাম উদ্দিনও অসম গণপরিষদ দলে যোগদান করছে।