গণ আওয়াজ, শিলচর, ১৪ আগস্ট, ২০২২ : বন্যায় লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হলেও ১৩ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত, হর ঘর তিরঙ্গা উত্তোলন নিয়ে একটি প্রশংসনীয় দৃষ্টান্তমূলক কার্যক্রম পালন করলেন বরাক উপত্যকার শালচাপড়ার ৬৬-নং বরাক আনোয়া ফিশারির মৎস্যজীবীরা।
১৩ অগাস্ট সকাল বেলা ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে এই আনোয়া ফিশারি অতিক্রম করে মৎস্যজীবীরা আনোয়া ফিশারির ক্যাম্প সম্মুখে রীতিমতো তিরঙ্গা উত্তোলন করেন।
বিগত বন্যায় শালচাপড়া সহ এই আনোয়া ফিশারিও প্লাবিত হয়, এতে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়তে হয় এই মৎস্যজীবীদেরকে।
সংবাদ মাধ্যমকে মৎস্যজীবীরা জানান, বিগত বন্যায় আনোয়ায় চাষ করা তাদের সমস্ত মাছ বেরিয়ে যায়। এতে মৎস্যজীবীদেরকে আর্থিক দিক দিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে
তাই এই বিষয় নিয়ে তারা সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন।
এদিন উপস্থিত ছিলেন বরাক নদীর আনুয়া ফিশারির লে.সি. ফয়জুল হক, সইফ উদ্দিন, আলাবুর রহমান, জৈন উদ্দিন, ইসকার আলী, শাহাব উদ্দিন, ও বিশিষ্ট সমাজসেবী শংকর শীল প্রমূখ।