মোস্তফা আহমদ মজুমদার, হাইলাকান্দি : অগণিত ভক্ত-অনুগামীদের উপস্থিতিতে নিমাইচান্দপুর ছাহেব বাড়ির ঈসালে সওয়াব ও তরিকতের বাৎসরিক জলসা সম্পন্ন হল।
হাইলাকান্দি জেলার নিমাইচান্দপুর ছাহেব বাড়ির শাহসূফী হজরত মাওলানা মুফতি মুহসীন আলী চৌধুরী ও শাহসূফী আলহাজ্ব হজরত মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী নক্সবন্দি মোজাদ্দদী-এর ঈসালে সওয়াব উপলক্ষে বাৎসরিক জলসা অনুষ্ঠিত বৃহস্পতিবার।
সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্ধারিত কার্যসূচির মাধ্যমে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান।
বরাক উপত্যকা সহ বহিঃরাজ্য থেকেও বিশিষ্ট ইসলামিক স্কলাররা অংশগ্রহণ করে পবিত্র কোরআন এবং হাদীস আলোচনা করেন।
মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদুর রাজস্থানের আজমির শরিফের হজরত মাওলানা আজিজ আহমদ চিশতী ও হজরত মাওলানা ফারহাদ আহমদ চিশতী।
এছাড়াও ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল নিজামী, হোজাই পাবিজুরী টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস মুবাশ্বীর আলী নিজামী।
ছিলেন ভাগাবাজারের মাওলানা ফখরুল ইসলাম, টান্টুর মাওলানা মকবুল হোসেন চৌধুরী, মাওলানা বদরুল ইসলাম, মওলানা ক্বারী নজরুল ইসলাম, মাওলানা গুলজার হোসেন লস্কর প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন চৌধুরী, সমাজসেবী নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এদিন নিমাইচান্দপুরী ছাহেবের হাতে গড়া মুহসীনিয়া কালাছড়া মাদ্রাসার দুজন হিফজ বিভাগের ছাত্রকে পাগড়ি পরিয়ে দস্তারবন্দী করা হয়।
মাহফিলে খতম পাঠ করান নিমাইচান্দপুরের বর্তমান বড় ছাহেব শাহসূফী হজরত মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী এবং মিলাদ শরীফ পাঠ করান ছোট ছাহেব শাহসূফী হজরত মাওলানা আলিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের পর বিশ্বশান্তি কামনায় আখেরী মোনাজাত করেন বড়ছাহেব শাহসূফী হজরত মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী।