শিলচর, ১৫ অক্টোবর : আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে সারা দেশ ভ্রমন করা ফ্রিডম বাইক র্যালির রাইডারদেরকে শনিবার শিলচরে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
গান্ধীভবনে অনুষ্ঠিত এ সংবর্ধনার পর বাইক র্যালিকে পতাকা নেড়ে মিজোরামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং ডিডিসি রাজীব রায়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত এবং নিরাপদ, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতেই দেশজুড়া এই বাইকার র্যালি।
ডিডিসি রাজিব রায় জাতীয় ঐক্যবোধের বার্তা ছড়িয়ে দেশজুড়া এই ফ্রিডমরান বলে উল্লেখ করেন। এতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি মৃণাল বসুমাতারি, জেলা ক্রীড়া আধিকারিক সত্য নাথ দাস স্বাগত ভাষণে রাইডারদের দৃঢ় মনোবালের প্রশংসা করেন।
অসমীয়া গামোছা দিয়ে রাইডারদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বাইক রাইডার টিমের ডিরেক্টার হারাসাল মোদি অনুষ্ঠানে বলেন ৯ সেপ্টেম্বর দিল্লি থেকে শুরু হওয়া এই রানের ৩৭ দিনে এ পর্যন্ত সাড়ে আট হাজার পথ পরিক্রমা করা হয়েছে।
৭৫ জনের এই টিমের মধ্যে দশজন মহিলা রাইডার রয়েছেন। মূল রাইডার ৭৫ জন থাকলেও টিমটিতে সর্বমোট ৯৫ জন রয়েছেন।
নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম মজুমদার এবং তথ্য জনসংযোগের ডেপুটি ডিরেক্টর সাজ্জাদুল হক চৌধুরীও অন্যান্যদের মধ্যে সংবর্ধনা সভায় অংশ নেন।
র্যালিটির ফ্ল্যাগ অফ এর পর নেহরু যুব কেন্দ্রের ২০ জন স্বেচ্ছাসেবক মিজোরামের উদ্দেশ্যে পাড়ি দেওয়া বাইক রাইডারদেরকে আসামের সীমান্তবর্তী লায়লাপুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন শনিবার সকালে।
উল্লেখ্য র্যালিটির রাইডাররা এ পর্যন্ত ২৯ টি রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫টি আইকনিক প্লেস পরিক্রমা করে এসে শুক্রবার জিরিবাম হয়ে শিলচরে রাতে অবস্থান করেন।
একুশ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করে ফ্রিডম রান এই র্যালিটি আগামী ২৪ নভেম্বর দিল্লিতে গিয়ে সমাপ্ত হবার কথা রয়েছে। ছবি পতাকা নেড়ে ফ্রিডম রান র্যালিটির মিজোরামোর উদ্দেশ্যে যাত্রার সূচনা করা হচ্ছে শনিবার শহরের গান্ধী ভবনে।