শিলচর ১৬ অক্টোবর : ভারতীয় কৃষ্টি, সংস্কৃতি এবং মূল্যবোধ আঁকড়ে ধরে দেশের যুবনেতৃত্ব গঠনের উপর গুরুত্ব আরোপ করলেন রামকৃষ্ণ মিশনের শিলচর শাখার স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ।
রবিবার শিলচরে নেহেরু যুব কেন্দ্রের শিলচর শাখার উদ্যোগে আয়োজিত যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়ে স্বামী বৈকুণ্ঠানন্দজি যুব সমাজকে দয়া, সত্য, ধর্ম, আতিথিয়তা, সেবা, মুক্তি, আনন্দ ইত্যাদি চিরন্তনী ভারতীয় মূল্যবোধ গুলি উপলব্ধি করে যুব নেতৃত্বকে দেশ গড়ার আহ্বান জানান।
তিনি বলেন স্বামী বিবেকানন্দের জীবন থেকে প্রেরণা নিয়ে চিন্তাশক্তি ও মেধা শক্তির উৎকর্ষতা বৃদ্ধি করে যুব নেতৃত্বকে এগিয়ে যেতে হবে।
সাংসদ রাজদীপ রায় বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার যুবক যুবতীদেরকে নিজ নিজ পছন্দের উদ্যোগ ক্ষেত্রে দক্ষতা বিকাশের যে সুযোগ করে দিয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বললেন যে কোন ক্ষেত্রে প্রথমবারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে দক্ষতা বিকাশের কাজ চালিয়ে যেতে হবে। তবেই সাফল্যের মুখ দেখা যাবে।
পাশাপাশি যুবক যুবতীদেরকে নিজ নিজ ক্ষেত্রে প্রথমবারের সাফল্যের আত্মহারা না হয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যেতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব এবং ডিডিসি রাজীব রায় যুবক যুবতীদের কল্যাণে সরকারের গৃহীত প্রকল্প গুলির সুযোগ নেবার আবেদন জানান।
শিলচরের গান্ধী ভবনে আয়োজিত যুব উৎসবের স্বাগত ভাষণে নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর জানান, দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সের যুবক-যুবতীদেরকে ২০৪৭ সালের মধ্যে দক্ষ মানব সম্পদ হিসেবে গঠন করতে দেশের প্রতিটি জেলায় নেহেরু যুবকেন্দ্র গুলির উদ্যোগে এ ধরনের যুব উৎসবের আয়োজন করা হচ্ছে।
এর অঙ্গ হিসেবে জেলাগুলিতে আয়োজিত উৎসবে যুব শিবির, ডিক্লেমেশন কনটেস্ট, পেন্টিং কন্টেস্ট, আর্ট কনটেস্ট, ফটোগ্রাফি কন্টেস্ট, পোয়েট্রি এবং ক্রিয়েটিভ রাইটিং কন্টেস্ট-এর আয়োজন করা হচ্ছে।
এ ধরনের প্রতিযোগিতায় পুরস্কারও দেওয়া হবে। শিলচরের উৎসবেও রবিবার এ ধরনের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। যুব উৎসবের জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গুলির অগ্রণী কর্মকর্তারা দিনভর আয়োজিত এই সম্মেলনে অংশ নেন।