সুপ্রিয় পাল, দুল্লভছড়া, করিমগঞ্জ, ১৬ অক্টোবর : বেলাগাম যানচালকদের কারণেই দিনের পর দিন দূর্ঘটনার হার বেড়েই চলছে।
প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারী থাকা সওে ১৫ অক্টোবর (শনিবার) দুল্লভছড়া হাইয়ার সেকেন্ডেরী রোডে রাত অনুমানিক ১ টায় শিবের ষাঁড়কে অজ্ঞাত যান দ্রুত গতিবেগে ধাক্কা মেরে পাশের নালায় ফেলে যায়।
যার কারনে ঘটনা স্থলেই ষাঁড়টির মৃত্যু হয়। স্থানীয় জনগণ সকাল বেলা এ ঘটনা সম্পর্কে অবগত হয়ে রাতাবাড়ি পুলিশে এজাহার দায়ের করেন।
পরে রাতাবাড়ি পুলিশের সহযোগিতায় হিন্দুশাস্র মতে ফুলের মালা দিয়ে ডাক বাজিয়ে ষাঁড়টির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
কিন্তু ষাঁড় ওজন বেশি হওয়ার কারণে কিছুটা সমস্যা দেখা দিলেও রাতাবাড়ী পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে জেসিবি-র ব্যবস্থা করে দেওয়ায় ষাঁড়টির শেষকৃত্য করা হয়।
ষাঁড়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন হিন্দু জাগরন মঞ্চের কর্মী ও স্থানীয় জনগণ। স্থানীয় জনগনের পক্ষ থেকে রাতাবাড়ি পুলিশের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।