বাজারিছড়া, করিমগঞ্জ, ১৭ অক্টোবর : করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রার্থপ্রতিম দাসের সুত্রের এক খবরের ভিত্তিতে লোয়াইরপোয়া এলাকার হাতিখিরা সিএইচসি হাসপাতালের সামনে নাকা চেকিং চালিয়ে ২০০ কেজির বেশী গাঁজা সহ দুই পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এই অভিযানে বাজারিছড়া পুলিশকে সহযোগিতা করে পাথারকান্দি।
রবিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার প্রার্থপ্রতিম দাস তাঁর সুত্রের খবর দিয়ে বাজারিছড়া পুলিশকে নাকা চেকিং-এর নির্দেশ দেন।
এর পরই বাজারিছড়া পুলিশ পাথারকান্দি পুলিশ সহ সিআরপিএফ বাহিনী নিয়ে লোয়াইরপোয়া এলাকার হাতিখিরা সিএইচসি হাসপাতালের সামনে নাকা চেকিং চালায়।
রাত সাতটা নাগাদ ত্রিপুরা থেকে পাথারকান্দি অভিমুখে আসা একটি অল্টো গাড়ি এগিয়ে আসতে দেখে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে দশ কেজির ষোলটি প্যাকেট এবং পাচ কেজির এগারোটি প্যাকেট গাঁজা উদ্ধার করে।
সঙ্গে আটক করা হয় দু’জনকে। এব্যাপারে পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারি জানান যে বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকার মত হবে। ধৃত দুজনের নাম হল তাহের আলি ও গিয়াস উদ্দিন। এদের বাড়ি বাজারিছড়া থানার অন্তর্গত ছবরি এলাকায়। ধৃতদের বর্তমানে স্থানীয় থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।