পূজার পর মূর্তি নদীতে বিসর্জন দেওয়ার অনুরোধ, বাঙালি নবনির্মাণ সেনার

Spread the love

শিলচর, ১৭ অক্টোবর : শিলচর শহরের বিভিন্ন প্রান্তের অপরিষ্কার জায়গা থেকে প্রায় ২৫০ এর অধিক দেবদেবীর মূর্তি সংগ্রহ করে নদীতে বিসর্জন দিয়েছে বাঙালি নবনির্মাণ সেনা।

 পুজোর সময় দেবদেবীকে শ্রদ্ধা ভক্তিভাব দেখালেও পূজার পর নদীতে বিসর্জন না করে যত্রতত্র রেখে দেবদেবীর অপমান করা সহ অন্যান্য ধর্মের লোকদের নিন্দা চর্চা শুনতে হয় হিন্দু ধর্মের লোকদেরকে।

তাই বাঙালি নবনির্মাণ সেনা হিন্দু ধর্মের প্রতিজন মানুষের কাছে অনুরোধ জানিয়েছে পুজোর পর মূর্তি যেখানে সেখানে না রেখে যেন সম্মানের সাথে যাতে নদীতে নিয়ে বিসর্জন দেন।

শিলচরের বিভিন্ন প্রান্ত থেকে দেবদেবীর মূর্তি সংগ্রহ করে সংগ্রহ করে নদীতে বিসর্জনে অগ্রণী ভুমিকা নেন বাঙালি নবনির্মাণ সেনার জেলা কমিটির সদস্য রাজদীপ ভট্টাচার্য, রাজু দাস সহ অন্যান্য কর্মকর্তারা।

 বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব “গণ আওয়াজ”কে জানান গত কয়েক বছর ধরে সংগঠন এই ভাবে বিভিন্ন অপরিষ্কার জায়গা থেকে মূর্তি সংগ্রহ করে আসছে এবং প্রতিবারই জনসাধারনের কাছে সেখানে সেখানে মূর্তি না রাখার অনুরোধ জানিয়ে আসছে।

কিন্তু এরপর মানুষ ভক্তি এবং শ্রদ্ধার দেবদেবীকে পুজোর পর এভাবে রেখে আসে।

প্রীতম জানান, শিলচরের মত তার সংগঠন থেকে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায়ও রাস্তার ধারে, আবর্জনায় দেখে দেওয়া মূর্তি সংগ্রহ আভিযান চালাবে ও নদীতে বিসর্জন দেবে।  

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token