গুয়াহাটি, ১৭ অক্টোবর : উৎকণ্ঠার অবসান। মঙ্গলবার প্রকাশিত হচ্ছে রাজ্যের বহুচৰ্চিত নিযুক্তি পরীক্ষার চতুৰ্থ শ্রেণির ফলাফল।
৪৮টি বিভাগের শূন্য পদের বিপরীতে অনুষ্ঠিত এই পরীক্ষায় তৃতীয় ও চতুৰ্থ শ্রেণির ২৬ হাজারেরও অধিক পদের জন্য পরীক্ষায় বসেছিলেন প্ৰায় ১৪ লক্ষ চাকরি প্রত্যাশী।
উল্লেখ্য যে, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ১ লক্ষ চাকরির প্ৰতিশ্ৰুতির অঙ্গ হিসেবে গত ২১ আগস্ট, ২৮ আগস্ট ও ১১ সেপ্টেম্বর তিন দফায় অনুষ্ঠিত হয়েছিল এই নিযুক্তি পরীক্ষা।
মুখ্যমন্ত্ৰী নিজেই আজ এ বিষয়ে অবগত করে টুইটযোগে জানান, ৪ৰ্থ শ্রেণির পদের লিখিত পরীক্ষার ফলাফল মঙ্গলবার ১৮ অক্টোবর ঘোষণা করা হবে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত ওি নিযুক্তি পরীক্ষার ফলাফল নিয়ে রাজ্যের পরীক্ষাৰ্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই পরিলক্ষিত হচ্ছে উৎকণ্ঠা।