বড়খোলা, ১৭ অক্টোবর : বড়খোলা সুবেদার বস্তিকে ভূতের আতঙ্ক তাড়া করছে। মহালয়ার পরদিন থেকেই বস্তির এই গল্প শুরু হয়েছে।
জানা গেছে বস্তির লোকজন দুটি জিন্নাতকে বাতাসে উড়তেও দেখেছেন। এরপর থেকে কে বা কারা রাতের অন্ধকারে প্রায় বাড়িতে প্রতিদিন ঢিল ছুড়ছে, এতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
ঢিলে অনেকের ঘরের দরজা-জানালার গ্লাস ভেঙ্গে নষ্টও হয়েছে। এরমধ্যে বস্তির একটি যুবক ও একটি যুবতীর অস্বাভাবিক আচরণ পরিস্থিতিকে আরও সংকট জনক করে তুলে।
শেষ পর্যন্ত বস্তির লোকজনকে দারস্ত হতে হয়েছে এক মুল্লার, তিনিও নাকি বস্তিতে জিন্নাতের আভাস পেয়েছেন। তাই তিনি বস্তির জনসাধারণকে স্থানীয় শিবমন্দিরে পূজার্চনা ও কির্তনের পরামর্শ দেন।
বস্তির জনসাধারণ এখন প্রতিদিন নিয়মিত শিব মন্দিরে পূজার্চনা ও কির্তন সহ অন্যান্য ধার্মিক অনুষ্ঠান করেছেন।
এদিকে মুল্লা তন্ত্রমন্ত্র করে নাকি তন্ত্রমন্ত্র করে যুবক-যুবতীকে স্বাভাবিকতায় পিরিয়ে আনেন এবং জিন্নাতকে অনেক দূরে নিরাপদ স্থানে নিয়ে ছেড়েছেন। এতে বস্তিবাসীর মধ্যে কিছুটা স্বস্থি ফিরে আসে। কিন্তু আতংক এখনও তাদেরকে তাড়া করছে।