ধলাই, ১৭ অক্টোবর :
বিপুল পরিমানের বিদেশি সিগারেট সহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ। সোমবার দুপুর ১২ টা নাগাদ আসাম মিজোরাম সীমান্ত ৩০৬ নং জাতীয় সড়কের ধলাই থানার সম্মুখে নাকা চেকিং চলাকালীন সময় এই বিদেশি সিগারেটগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।
পার্শ্ববতী রাজ্য মিজোরাম থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে একটি কোরিয়ার গাড়ি থেকে এই সিগারেটগুলি উদ্ধার করা হয়।
পর পর বিদেশি সামগ্রী আটক করা হচ্ছে কাছাড়ে। মাদক, বার্মিজ সুপারি, বিদেশি মদ, বন্যপ্রাণী সহ বিদেশি সিগারেট আটক করা হচ্ছে ধলাইয়ে।
আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলি থেকে আসামের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম হয়ে আসামে প্রবেশ করছে এই অবৈধ সামগ্রীগুলি।
মাত্র চার দিন আগে বিপুল পরিমানের বিদেশি সিগারেট আটক করা হয় ধলাইয়ে। চারদিনের মাথায় পুনরায় বিপুল পরিমানের বিদেশি সিগারেট আটক করা হয়।
ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বরুয়া জানিয়েছেন ধলাই থানার সম্মুখে নাকা চেকিং চলাকালীন উল্লেখিত সময়ে কন্টেইনারবাহী গাড়িটি ধলাই থানার সম্মুখে পৌঁছায়।
গাড়িতে তল্লাশি চালাতে গেলে কুরিয়ার সার্ভিসের সিলকৃত কনটেইনার খুলতে অসম্মতি জানায় চালাক। পুলিশ কনটেইনারের সিল ভেঙে তল্লাশি চালাতে গেলে বেরিয়ে আসে গাড়িতে কুরিয়ার প্রস্তুতকৃত সিগারেট।
সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িচালক করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ নগর থানা এলাকার কুদালি গ্রামের বাসিন্দা বছর চল্লিশের বিকাশ সাহাজিকে আটক করে। এএস ২৫ ই সি-৭৯০০ নম্বরের কন্টেইনার গাড়ি থেকে উদ্ধার হয় ২৫ কার্টুন বিদেশি সিগারেট। কার্টুন না খোলাতে প্রতিটি কার্টুনে কতটি সিগারেট রয়েছে এবং উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য কত জানা সম্ভব হয়নি। পুলিশ বিকাশ সাহাজির বিরুদ্ধে মামলার নথিপত্র করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।