ধলাই ১৮ অক্টোবর :
একের পর এক পন্থা অবলম্বন করে চলছে সুপারি পাচার। এবার বিলাসী ইনোভা গাড়ি করে সুপারি পাচারের সাথে জড়িত এক ব্যক্তিকে গাড়ি সমেত আটক করে ধলাই পুলিশ।
নাকা চেকিংয়ের সময় ধলাই থানার সম্মুখে ৩০৬ নং জাতীয় সড়কে মঙ্গলবার সকাল এই ইনোভা গাড়িটিকে আটক করে পুলিশ। এএস ০১ বিএল ৩১০১ সাদা রঙের এই বিলাসী ইনোভা গাড়িটিকে সুপারি সমেত আটক করা হয়।
মাত্র ৫ ব্যাগ সুপারি নিয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থাকে আসা এই ইনোভা গাড়িটিকে ধলাই পুলিশ আটক করতে সক্ষম হয়।
মানুষ যেখানে সখের জন্য এসব গাড়ি ব্যবহার করে থাকেন, সেখানে অবৈধ সুপারি পাচারে ব্যবহার করা হচ্ছে এসব মূল্যবান গাড়িগুলি।
মিজোরাম থেকে শিলচর অভিমুখে আসা ভিন্ন ধরনের গাড়ি থেকে আটক করা হচ্ছে বার্মিজ সুপারি। গাড়ি চালক কামরূপ জেলার ভিআইপি রোডের বাসিন্দা দেবজিৎ হাজারিকাকে ( ২৩ ) আটক করেছে পুলিশ।
অসম-মিজোরাম সীমান্তের ৩০৬ জাতীয় সড়ক হয়ে মালবাহী ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি, নাইট সুপার, অয়েল ট্যাংকার ও এবার বিলাসবহুল গাড়ি থেকে বেরিয়ে আসছে বার্মিজ সুপারি।
মাত্র এক সপ্তাহের মাথায় সুপারি মাফিয়া মাস্টারমাইন্ড মুসাকে আটক করা হয়েছে জানিয়েছিলেন কাছাড়ের পুলিশ সুপার।
কিন্তু থেমে নেই বার্মিজ সুপারি চোরাকারবার বাণিজ্য। একের পর এক পন্থা অবলম্বন করে পাচার হচ্ছে বার্মিজ সুপারি সহ অবৈধ সামগ্রী।
তবে থেমে নেই পুলিশও। ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বরুয়ার নির্দেশে মিজোরাম থেকে আসা প্রত্যেকটি গাড়িগুলিকে ধলাই থানার সম্মুখে নাম নথিভুক্ত করে শিলচর অভিমুখে ছাড়া হচ্ছে। ইনোভা গাড়ি করে সুপারি পাচারের সাথে জড়িত ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে ধলাই পুলিশ মামলা নথিভুক্ত করেছে।