কাটিগড়া এমজি মডেল হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে এক মহিলার অভিযোগ, টাকা ছাড়া প্রসব পরবর্তী কাজে হাত লাগাননি কর্তব্যরত নার্স  

Spread the love

কাটিগড়া, ১৮ অক্টোবর : প্রসূতি রোগীর জন্য বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা নেই কাটিগড়া এমজি মডেল হাসপাতালে। সন্তান প্রসবের জন্য হাসপাতালের নার্স সহ অন্যান্য কর্মীদের দিতে হয় নগদ অর্থ এমন অভিযোগ প্রসূতির অভিবাবক মহলের।

বিগত প্রায় একবছর থেকে কাটিগড়া এম জি মডেল হাসপাতালে বন্ধ রয়েছে প্রসূতিদের জন্য আসাম সরকার কর্তৃক প্রদান করা আদরনী পরিসেবাও।

 এই পরিসেবা থেকে প্রসূতিরা বঞ্চিত থাকলেও যথারীতি পারিতোষিক পেয়ে যাচ্ছেন আদরনীর কর্মীগন।

প্রসবে জটিলতা রয়েছে বলে কাটিগড়া হাসপাতাল থেকে গর্ভবতী মহিলাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার হলেও পথেই এম্বুলেন্সের মধ্যে স্বাভাবিক প্রসব হয়ে যাওয়ার মত ঘটনাও ঘটছে।  

চন্ডিনগরের এক মহিলার অভিযোগ সোমবার বিকেল তার এক নিকট আত্মীয় প্রসূতির বাচ্চা প্রসবের পর নগদ অর্থ না দেওয়ায় প্রসব পরবর্তী কাজে হাত দেননি কর্তব্যরত নার্স।

পরে নগদ সাড়ে পাঁচশত টাকা প্রদানের পর বাকি কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সীমান্ত এলাকার এই মহিলা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token