ভৈরবপুর জিপিতে কোন দুর্নীতি হয়নি, দুর্নীতি ওই অভিযোগ কারির মনে : গ্রামবাসী  

Spread the love

কাটিগড়া, ১৮ অক্টোবর : ভৈরবপুর জিপিতে কোন ধরনের দুর্নীতি হয়নি! কিছু স্বার্থাণেষী মানুষের স্বার্থ পুরণ হয়নি বলে জিপি সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে যাচ্ছেন। রীতিমত এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ভৈরবপুর জিপির ১০নং ওয়ার্ডের স্থানীয় জনগণ।

কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভৈরবপুর গাঁও পঞ্চায়েতের ১০ওর্য়াডের জনগণের পক্ষে প্রতাপ রায়, তপন রায়, সুজয় নাথ, শুক্লা রাণী নাথ, বীরেন্দ্র রায়, সোনামনি বড়ভূঁইয়া, পারুল রাণী নাথ বলেন, সরকার কর্তৃক কাচ্চাঘর জিওটেক করার সময় হঠাৎ করে সরকারি এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাওতে গ্রামের প্রায় ষাটটি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে।

পরবর্তিতে জিপি সভাপতি দীপন রায় বেশ কয়েক বার সমস্যাটি সমাধানের জন্য কালাইন ব্লকের বিডিও-র সাথে সাক্ষাত করেন, কিন্তু সরকারি নিয়মের যাতাকলে তা আর সম্ভব হয়নি।

সম্প্রতি এটাকে ইসু করে স্থানীয় কয়েকজন স্বার্থাণেষী লোক জিপি সভাপতি দীপন রায়ের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উত্থাপন করে সমাজে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক বলে উল্ল্যেখ করেন ১০ওর্য়াডের জনগণ।

তাদের মতে একটা স্বার্থান্বেষী চক্রের স্বার্থে ব্যাঘাত ঘটায় ভৈরবপুর জিপির সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।

শিল্পী রায় নামের এক মহিলা বলেন, তাঁর এলাকার কিছু লোক তাঁকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও বিভ্রান্তি করে জিপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ করতে ইন্ধন দিয়েছিল।

স্থানীয়রা আরও বলেন জিপির সুনাম নষ্টকারী এই চক্রের নায়ক প্রাক্তন এক জিপি সদস্য। এই ব্যক্তি ক্ষমতায় থাকার সময় বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন বলে জানিয়ে তাঁর সময়ের কাজের তদন্ত দাবী করেন। বর্তমানে গ্রামের উন্নয়ন মূলক যে কোনও কাজ আসার পরই এই ব্যক্তি কাজে বাগড়া দিয়ে কিছু কামিয়ে নিতে উঠেপড়ে লেগেছেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token