দীপন কুমার দাস, কাটিগড়া, ১৯ অক্টোবর : পরিবর্তনের শ্লোগান দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকারের সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ এলাকার অন্তর্গত সৈদপুর তৃতীয় খণ্ড গ্রাম।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা এতোটাই বেহাল যে, মুমূর্ষু রোগী এবং গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় দুঃসাধ্য। এমন কী কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসা অনেক কষ্টকর।
একবিংশ শতাব্দীতে মানুষ যখন মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, রাষ্ট্র যেখানে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে সময়ের সেই সন্ধিক্ষণে দাড়িয়ে যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত ঘেঁসা সৈদপুর তৃতীয় খণ্ড গ্রাম।
বুধবার গণমাধ্যমের সাথে কথা বলেতে গিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন অতি শীঘ্রই গ্রামের রাস্তা নির্মাণ না হলে, গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাদ্য হবেন তারা।
গ্রামবাসীরা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে রাস্তা তৈরি না হলে প্রথমে কাটিগড়া সার্কেল অফিসে ধর্না প্রদর্শন করবেন স্থানীয় বাসিন্দারা।
এরপরও কাজ না হলে ভোট বয়কট করতেও পিচ পা হবেন না বলে সাফ জানিয়ে দেন এলাকার দেবানন্দ দাস, যাদব দাস, জয় কুমার চক্রবর্তী, ধরণী কান্ত দাস, নিবারণ দাস, তরুণী দাস, নিরঞ্জন দাস, অনিরুদ্ধ দাস, বিষ্ণু দয়াল দাস, কমলা রাণী দাস প্রমুখরা।