তাপস পাল, রামকৃষ্ণনগর : দেশ ও বিদেশের এক ঝাক কবিদের আগমনে আনিপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কবি সম্মেলন।
সম্মেলনে অংশ নেন বাংলাদেশ, পশ্চিবঙ্গ, ত্রিপুরা ও আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও শিল্পীরা।
গোটা দিন ব্যাপী চলে কবিতা পাঠ, আলোচনা, সঙ্গীত পরিবেশন, কবি সম্মাননা প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত নজরুল গবেষক ও সংগীতশিল্পী নজরুল চর্চা কেন্দ্র ছায়ানটের সভানেত্রী সোমঋতা মল্লিক, বাংলাদেশ থেকে আগত বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক পুলকান্তি ধর।
এছাড়াও ছিলেন, আসাম কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড০ বরুণ জ্যোতি চৌধুরী। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী সুরূপা মল্লিককে আসামের ফুলম গামছা দিয়ে বরণ করা হয়।
কবি সম্মেলন অনুষ্ঠিত হয় আনিপুরের ঐতিহ্যবাহী বেরাটুক মধ্য বঙ্গ বিদ্যালয়ের দ্বিতল ভবনে।
দিনভর চলে অতিথী বরণ, সম্মাননা প্রদান, শংসাপত্র প্রদান এবং কবিতা আবৃতি।
সম্মেলনে অংশ নেন ত্রিপুরার কবি দেবাঞ্জনা সেন, শাশ্বতী দাস, মধুমঙ্গল সিনহা, সমরজিৎ সিনহা, সঞ্চয়িতা রায়, হাইলাকান্দির কবি পারমিতা দাস, শংকরী চক্রবর্তী, রিয়াজুল আজহার লস্কর, অনামিকা শর্মা, সুপর্ণা চক্রবর্তী, রফি আহমেদ মজুমদার, রবীন্দ্রনাথ কাশ্যপ, শিলচর থেকে সীমা পুরকায়স্থ, কনিকা চক্রবর্তী এবং রাণা চক্রবর্তী, শ্রীভূমি থেকে হেলাল আহমেদ খান আব্দুল হাসিব, শামসুল ইসলাম, শিবাদীপ পাল, তপদীপ পাল, সবিতা কৈরী, রুহুল আলম, তপু রাজ কুমার, ফনিগোপাল নাথ, সুচরিতা সিংহ এবং সঞ্জীব বৈদ্য।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন পশ্চিম বঙ্গ থেকে আগত শিল্পী সোমঋতা মল্লিক, আকাশবাণী এবং দূরদর্শনের কণ্ঠশিল্পী সিমা পুরকায়স্থ, ত্রিপুরা থেকে আগত শিল্পী দেবাঞ্জনা সেন, শাশ্বতী দাস, ছন্দবীণা পাল, তন্ময় পাল ও স্নিগ্ধা কৈরী।
এদিনের সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি তাপস পাল।