আগরতলা, ২০ অক্টোবর : ত্রিপুরার বর্তমান সরকার শ্রমিক দরদি, শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিচ্ছে, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা শ্রমিকদের উদ্ধেশ্যে বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প উপলক্ষে প্রকাশিত একটি পুস্তিকারও আবরণ উন্মোচন করেছেন। তিনি বলেন, বর্তমান ত্রিপুরা সরকার শ্রমিকদের কল্যাণে আন্তরিক।
ত্রিপুরায় শ্রমিকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে বলেও দাবী করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরাতেও অনেক দক্ষ শ্রমিক রয়েছে।
আগে তাদের মূল্যায়ণ করা হত না, কিন্তু বর্তমান সরকার মানব দরদি, শ্রমিক দরদি সরকার। এই সরকার শ্রমিকের মূল্যায়ণ করতে জানে।
শ্রমিক ছাড়া যেমন মালিক বাঁচা সম্ভব নয় তেমনি মালিকও শ্রমিকের উপর নির্ভরশীলএবং একে অপরের পরিপুরক।
তিনি বলেন, আগে শ্রমিক আন্দোলনের নামে মিছিল মিটিং কায়েম ছিল, কিন্তু বর্তমান সরকারের সময়ে অবসান করা হয়েছে। চাঁদা সংস্কৃতিরও সমাপ্তি ঘটেছে। এখন শ্রমিকদের প্রাপ্য টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে পৌঁছে যাচ্ছে।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রশংসা করে বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে নুতন নুতন পরিকল্পনা গ্রহণ করছে।
ত্রিপুরার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন মুখ্য মন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস আজকের দিনটিকে ত্রিপুরার জন্য ঐতিহাসিক দিন হিসাবে তুলে ধরেন।
নির্মাণ শ্রমিকদের কল্যাণে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প ২.০র সূচনা হল। তিনি বলেন, এই সরকার স্লোগানে নয় কাজে বিশ্বাসী। ত্রিপুরায় জনকল্যাণমুখী প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনা হয়েছে বলেও দাবী করেন।