গুয়াহাটি, ২০ অক্টোবর : পশ্চিম কাৰ্বি আংলং জেলার জন্য ভালো খবর। অসমের এই পাবর্ত্য জেলা থেকে সশস্ত্ৰ বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আপস্পা) প্ৰত্যাহার করা হয়েছে।
রাজ্য সরকার বৃহস্পতিবার পশ্চিম কাৰ্বি আংলং জেলাকে ‘অশান্ত অঞ্চলে’র তালিকা থেকে সরিয়ে নিয়েছে।
রাজ্যের আইন-শৃংখলা পরিস্থিতির ওপর পৰ্যালোচনা বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হিমন্তবিশ্ব শর্মার সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, রাজ্যে আইন-শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতির পৰ্যালোচনায় ধরা পড়েছে যে পশ্চিম কাৰ্বি আংলং জেলার পরিস্থিতি আগের থেকে যথেষ্ট উন্নত হয়েছে।
এই প্রেক্ষাপটেই সশস্ত্ৰ বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন, ১৯৫৮র ধারা ৩-এর অধীনে প্ৰদান করা ক্ষমতা প্ৰয়োগ করে এবং পূৰ্বের অধিসূচনাৰ অতিরিক্ত অধিবেশনে, রাজ্যপাল অসমৰ পশ্চিম কাৰ্বি আংলং জেলা থেকে অশান্ত অঞ্চলের নাম প্ৰত্যাহার করেছেন।
উল্লেখ্য যে, পশ্চিম কাৰ্বি আংলং জেলার পাশাপাশি আরও আটটি জেলাকে “অশান্ত অঞ্চল’-এর তালিকায় রাখা হয়েছিল।
জেলাগুলি হল তিনসুকিয়া, ডিব্ৰুগড়, চরাইদেউ, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, কাৰ্বি আংলং, ডিমা হাসাও এবং কাছাড় জেলার লক্ষীপুরের কিছু অংশ। অবশ্য, এই আটটি জেলা ও কাছাড়ের লক্ষীপুরের একটি অংশকে গত ১ অক্টোবর থেকে ছয় মাসের জন্য ‘অশান্ত অঞ্চল’ বলে ঘোষণা করা হয়েছিল।