শিলচর, ২০ অক্টোবর : শিলচর প্রিন্টিং প্রেস জগতের এক অনন্য সেনানী সঞ্জয় কুমার দাস বুধবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি ছিলেন শিলচরের শ্রীচৈতন্য প্রেসের স্বত্বাধিকারী এবং শ্রীচৈতন্য বুকস অ্যান্ড স্টেশনার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা সঞ্চালক।
পারিবারিক সূত্রে জানাগেছে, বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হওয়ায় গত ১১ অক্টোবর তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি পত্নী গোপা দাস, দুই পুত্র শান্তু দাস ও সঞ্জিব দাস (বুরু), কন্যা রাখি দেব, জামাতা রঞ্জিত দেব, পুত্রবধু সুদীপ্ত দাস ও পৌসালী দাস, নাতনি অন্নেশা দাস ও অদ্রিজা দাস, নাতি রবিন দেব ও সিদ্ধার্থ দাস সহ অসংখ্য আত্মীয়স্বজন এবং পরিচিতজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বরাক উপত্যকার প্রিন্টিং প্রেস এবং উদ্যোগপতি মহলে শোকের ছায়া নেমে এসেছে। বরাক উপত্যকার প্রিন্টিং জগতে বৈপ্লবিক পরিবর্তন তাঁর হাত ধরেই আসে।
প্রয়াত উদ্যেয়াগপতি সঞ্জয় কুমার দাসে উদ্যোগে তৈরি হসপিটাল রোডে এবং রংপুরে নিজস্ব দুটি প্রিন্টিং প্রেস রয়েছে। যেখানে অনেক লোক কাজ করে জিবিকা নির্বাহ করছেন। উদ্যেয়াগপতি সঞ্জয় কুমার দাসের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছন গণ আওয়াজ প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারি সহ অন্যান্য প্রিন্টিং প্রেসের মালিকরা।