মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : মার্গেরিটার ডিরক চা বাগানের ১৫ নং লাইনে রামনবমী উপলক্ষে আজ প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের এক বিশাল র্যালি বের হয়।
ডিরক চা বাগানের ১৫ নং লাইনে ২০০৭ সালে রামনবমী শুরু হয়েছিল, যেখানে প্রতি বছর চা জনগোষ্ঠী সম্প্রদায়ের দরিদ্র ও অভাবী যুবকদের গণবিবাহ দেওয়া হয়।
আয়োজক কমিটির সদস্য বিনুদ মুণ্ডা জানিয়েছেন এবছর ১৭ এপ্ৰিল রামনবমী উৎসবের সূচনা করা হয়েছিল, আজ পাঁচ সহস্রাধিক মানুষের বিশাল র্যালির মাধ্যমে সমাপ্ত হল।
বিনুদ বলেন, মার্গেরিটা সমষ্টির প্রায় চা বাগানের মানুষ ধৰ্মান্তরিত হওয়ার উদাহরণ রয়েছে, তাই এই উৎসবের মাধ্যমে চা জনগোষ্ঠীর হিন্দুদের একত্ৰিত করে রাখা হয়েছে।
হিন্দু ধৰ্মের সভ্যতা, সংস্কৃতি এবং এখতা অটুট রাখার উদ্দেশ্যে প্রতি বছর এই রাম নবমী উৎসবের আয়োজন করা হয় বলে জানান তিনি।