শিলচর, ২৫ অক্টোবর : শিলচর তারাপুরের ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় উদ্ধার হলো বৃহৎ পরিমাণে গাঁজা। সেইসঙ্গে তিন যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিএসএফ ও আসাম পুলিশের যৌথ অভিযানে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এদিন তারাপুর ব্রিজের নিচে জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।
৫টি ভিআইপি কুয়ালিটির বড় ব্যাগ ভর্তি ৩৬টি প্যাকেটে গাঁজা নিয়ে পাচারকারীরা বহিঃরাজ্যে যাওয়ার উদ্দেশে রওনা হলে গোপন সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে গাঁজা সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিএসএফ বাহিনী।
খবর পেয়ে শিলচরের অতিরিক্ত পুলিশ সুপার সহ দলবল নিয়ে ছুটে আসেন সদর থানার ওসি।
গাঁজা উদ্ধার করে আটক তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক হওয়া যুবকদের নাম বিহারের মথুরাপুর এলাকার বাসিন্দা সিকন্দর কুমার (২৩), বিহার জামিনী চোকের বাসিন্দা ধর্মেন্দ্র কুমার (২৭) এবং বিহার সেলিমপুরের আরমান সরিয়া (২৮) বলে জানা গেছে। বর্তমানে পুলিশ তাঁদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।