ধলাই, ২২ অক্টোবর : দক্ষিণ কাছাড়ের একমাত্র বড় বাজার ভাগাবাজারে প্রতিনিয়ত যানজট সমস্যায় ভুগছেন এলাকার মানুষ।
সাপ্তাহিক বাজার সহ সপ্তাহের প্রতিটি দিন ভাগাবাজারে লেগে থাকে যানজট সমস্যা। এনিয়ে ভুগছেন গাড়িচালক সহ পথচারীরা।
এখানে নেই কোনো বাস স্ট্যান্ড, সুমো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। বিভিন্ন স্ট্যান্ডের গাড়ি সহ প্রাইভেট গাড়ি জাতীয় সড়কের পাশে লেগে থাকে প্রতিদিনই।
তাছাড়া ফুটপাতে বসে থাকে বিভিন্ন দোকানপাট। এসব কান্ডে ভুগছেন সাধারণ মানুষ।
যেখানে ২ মিনিট সময়ে রাস্তা ভাগাবাজার পেরোনো যায়, সেখানে ট্রাফিক নিয়ম না মানাতে প্রায় ঘন্টা সময় লেগে যায় পেরোতে।
এদিকে বৃহত্তর এলাকার এই বাজারে সপ্তাহে দুদিন সপ্তাহিক বাজার বসে। তাছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতেও বসে ফুটপাতে বাজার। এসব সমস্যায় দৈনন্দিন ভুগছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে স্থায়ী সমাধানের জন্য ভাগাবাজারে ট্রাফিক ব্যবস্থা প্রদান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় জনসাধারণ।