ধলাই, ২৩ অক্টোবর : গ্ৰামাঞ্চলের ছাত্র-ছাত্রীদের নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করার জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে হাফসা ফাউন্ডেশন।
এই উদ্দেশ্যে রবিবার রাজঘাট হাফসা কোচিং একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে বনগ্রামের নাফিসা জান্নাত লস্কর এবং সপ্তগ্রামের ওয়াসিমা আক্তার বড়ভূইয়াকে পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ও জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা ২০২২-এ সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।
হাফসা ফাউন্ডেশনের পক্ষ থেকে নাফিসা জান্নাত লস্কর এবং ওয়াসিমা আক্তার বড়ভূইয়াকে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তাদের উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয়েছে।
তাদের সাফল্যে শত শত গ্রামীণ ছাত্রদের জওহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্টজনরা।
প্রগ্রেসিভ পিপলস ফাউন্ডেশন, গুয়াহাটির মাধ্যমে আঞ্চলিক ব্যবস্থাপক গুয়াহাটির কাছ থেকে প্রাপ্ত এসবিআই এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের অধীনে স্কুল ছাত্রদের দশটি ছাতা এবং দশটি টিফিন বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই মাধব চন্দ্র দাস কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, হাফসা ফাউন্ডেশনের ট্রাস্টি হাবিবুল্লাহ চৌধুরী, খলিলুল্লাহ চৌধুরী, হোসনেয়ারা চৌধুরী, সিদ্দিক চৌধুরী প্রমুখ।