শিলচর,২৪ অক্টোবর: আগামী ২৮ অক্টোবর নিউক্লিয়াস ফাউন্ডেশন নামে একটি সংগঠন উত্তর-পূর্বের বাঙ্গালীদের সংবর্ধনা দেবে।
এতে ভাষা সেনানি হিসেবে আকসার মুখ্য উপদেষ্টা তথা প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়ের নাম চয়ন করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন শিলচরের বিশিষ্ট নাগরিক গোপাল ভট্টাচার্য, হরিদাস দত্ত, সঞ্জীব দেবনাথ প্রমুখ।
সোমবার এক সাংবাদিক সম্মেলন ডেকে হরিদাস দত্ত এবং গোপাল ভট্টাচার্যরা বলেন, ভাষা সেনানি হিসাবে প্রদীপ দত্তরায়কে সংবর্ধনা জানালে বরাকের ভাষা শহিদদের ইতিহাসকে বিকৃত করা হবে।
কারণ ১৯৬১ সাল থেকে ১৯৯৬ সালের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলন পর্যন্ত প্রদীপ দত্ত রায়ের কোন অবদান নেই। দত্ত রায়ের উচিত নিজে থেকে এই সংবর্ধনা গ্রহণ না করা।