তথ্যগত ভুল, ভাষা সেনানী নই ভাষা আন্দোলনের উত্তরাধিকার বহন করার চেষ্টা করছি : প্রদীপ দত্তরায়

Spread the love

শিলচর, ২৪ অক্টোবর : নিউক্লিয়াস পাবলিকেশনের পক্ষ থেকে ‘গর্বের বাঙালি’ সম্মাননা তালিকায় বাংলা ভাষা সংগ্রামের অগ্রনী সেনানী হিসেবে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়ের নাম অন্তর্ভুক্ত করায় একাংশ প্রতিবাদে সরব হওয়ার পর প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন তিনি নিজেই।

দত্তরায় বলেন, নিউক্লিয়াস পাবলিকেশন তাঁর নাম উত্তর পুর্বের কৃতি বাঙালিদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন।

তবে বাংলা ভাষা সংগ্রামের অগ্রনী সেনানী হয়তো তাদের অজ্ঞতার কারনে হয়েছে। কারণ ১৯৫৬ সালে তাঁর জন্ম, ১৯৬১র আন্দোলনে সক্রিয় যোগদানের প্রশ্নই উঠেনা।

তিনি বলেন, আমি কেবল ভাষা সৈনিকদের উত্তরাধিকার বহন করার চেষ্টা করছি এবং তাঁদের প্রেরণায় ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করে সফলও হয়েছি।

 একই ভাবে ২০১৮ সাল থেকে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলন করা উচিত বলে মনে করেছি তাই উদ্যোগ নিয়েছি। এজন্য তাঁকে জেলেও যেতে হয়েছে।

দত্তরায় বলেন এতে আমার দুঃখ নেই, শহীদের রক্ত রঞ্জিত এই পুন্যভুমির স্বার্থে সক্রিয় হয়ে ওঠা প্রত্যেক নাগরিকের কর্তব্য।

তিনি বলেন, আমি নিশ্চিত যে আয়োজক নিউক্লিয়াস পাবলিকেশন ২৮ অক্টোবর যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে এই তথ্যগত ভুল শুধরে নেবে।

একই সাথে দত্তরায় আগামী ১১ নভেম্বর শিলচরে যে কেবিনেট বৈঠকে বসছে সেই সময় ‘ভাষা শহীদ স্টেশন’ নামকরণের ব্যাপারে সচেতন নাগরিকদের আন্দোলনে ঝাপানোর আহ্বান জানান। সবাই মিলে দাবি তুললে এই বৈঠকে সরকার শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন ঘোষণা করতে বাধ্য হবে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token