ধলাই, ২৫ অক্টোবর : ধুবড়ি জেলার সদ্য প্রয়াত সার্কল অফিসার সঞ্জু দাসের পরিবারের হাতে সোমবার ৫ লক্ষ টাকার চেক তুলে দেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
সাথে উপস্থিত ছিলেন লক্ষীপুর বিধানসভা সমষ্টির বিধায়ক কৌশিক রাই, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, জেলা পুলিশসুপার নোমাল মহত্ত।
এদিন মন্ত্রী প্রয়াত সঞ্জু দাসের স্ত্রী অনিতা দেবের উধারবন্দের বাসভবনে উপস্থিত হয়ে চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বশর্মার বিশেষ আর্থিক অনুদানের তহবিল থেকে এই চেক মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য প্রয়াত সঞ্জু দাস ধুবড়ি জেলার সার্কল অফিসারের দায়িত্বে ছিলেন। ২৯ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদীর বাঁধ ভাংগন এলাকা পরিদর্শন করে নৌকা দিয়ে আসার সময় জলের মধ্যে থাকা রোডের সাথে সংঘর্ষ হয়ে নৌকা ডুবে যার।
টানা চারদিন পর ২ অক্টোবর তাঁর মরদেহর সন্ধান পাওয়া যায় এবং কাছাড় জেলার ধলাই সমষ্টির আইরংমারা নিবাসে নিয়ে এসে শেষ কৃত্য করা হয়।
এদিকে চেক তুলে দেওয়ার সময় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধীন সরকার সর্বদা সঞ্জু দাসের পরিবারের সাথে থাকবে। তিনি বলেন বরাক উপত্যকার এক অন্যতম প্রতিভাশালী রত্নকে হারিয়েছি আমরা।