শিলচর, ২৬ অক্টোবর : আগামী ৩০ অক্টোবর অসম সাহিত্যসভা শিলচর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং কাছাড়, শিলচর, হাইলাকান্দি ও করিমগঞ্জ অসম সাহিত্যসভার সহযোগিতায় নর্মাল স্কুল প্রাঙ্গণে বরাক জনগোষ্ঠীয় কৃষ্টি সমারোহ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বরাক উপত্যকার বাঙালি, ডিমাসা, হিন্দিভাষী মণিপুরী, নাগা, রিয়াং, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, নেপালি ইত্যাদি জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব ও সমন্বয়ের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিশেষ করে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ তথা মিলন সুদূঢ় করার উদ্দেশ্যেই এই সমারোহ আয়োজন করা হয়েছে।
বুধবার নর্মাল স্কুলে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে আয়োজক সংস্থার সভাপতি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সম্পাদিকা মানসী সিনহা একথা জানান।
তাঁরা জানান, ওইদিন নর্মাল স্কুল প্রাঙ্গণে সকাল ৮টা ৪৫ মিনিটে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।
তারপর প্রভাতফেরি, প্রকাশ্য অধিবেশন, বিশিষ্টজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সংবর্ধনা জানানো হবে যথাক্রমে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলনের সভাপতি সঞ্জীব দেবলস্কর, সুহাগ মণি বর্মন, উত্তমচাদঁ বর্মন, রাধামোহন সিংহ, খবীর উদ্দিন, ললিত কুমার রিয়াং, লেইশ্রাম বীর কুমার সিংহ, গুইগাংপৌ রংমাই, ডাঃ রঞ্জন কুমার সিংকে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ ডাঃ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিশিষ্ট গবেষক অমলেন্দু ভট্টাচার্য, অসম সাহিত্য সভার সাংস্কৃতিক বিভাগের সভাপতি দেবেন্দ্র নাথ বসুমাতারি, যাদব শর্মা, ডাঃ মৃন্ময় নাথ, জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিশিষ্টজনেরা। এদিন সাংবাদিক বৈঠকে আয়োজক কমিটির অন্যান্যদের মধ্যে সুপর্না সিনহা, আশীষ চক্রবর্ত্তী, কুসুম কলিতা, দীলিপ সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।