বদরপুর, ১২ ফেব্রুয়ারি : বদরপুরঘাটের মমতাময়ী হোমিও হলের বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ ব্যানার্জির কাছে চিকিৎসার জন্য আসা রোগীদেরকে টিকিট বুকিং থেকে শুরু করে ঔষধ সংগ্রহেও রয়েছে দালালদের ছড়াছড়ি।
এতে ক্লিনিক কর্তৃপক্ষ সরাসরি জড়িত রয়েছে বলে অভিযোগ হয়রানির শিকার হওয়া রোগীদের। তবে কেউই ক্যামেরার সামনে আসতে চান না।
অভিযোগ অনুসারে একটি টিকিট বার বার কয়েক জনকে দেওয়া হচ্ছে। এছাড়া ক্লিনিকের দায়িত্ব প্রাপ্ত ফার্মাসিস্ট ও টিকিট দেওয়া ব্যাক্তি রোগিদের সঙ্গে অভদ্র ব্যবহার করার অভিযোগ রয়েছে।
যার জন্য ঐতিহ্যবাহী রেল শহর বদরপুরের সুনাম বিনষ্ট হচ্ছে।
উলেখ্য যে , ডঃ ব্যানার্জি’র ব্যবহার প্রশংসনীয়। কিন্তু দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের ব্যবহার অত্যন্ত নিন্দনীয়।
তারা রোগিদের সাথে অসভ্য ও অশ্লীল ভাষায় কথা বার্তা করে। স্থানীয় বাসিন্দাদের বিশেষ কোন সহযোগিতাও পাচ্ছেন না প্রতিদিন আসা রোগীরা।
এক অসহনীয় অবস্থায় রোগিদের বাধ্য হয়ে তাদের ক্লিনিকে অবস্থান করতে হয়।
এখানে আসা বেশিরভাগ মানুষ গরীব এবং গ্রাম থেকে আসা, এজন্যই কি রোগীদের সঙ্গে এধরনের ব্যবহার করছেন ক্লিনিকের দায়িত্বে থাকা কর্মচারীরা?
বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভুগি রোগীরা।
ডঃ ব্যানার্জি’র কাছেও তাদের অনুরোধ করেছেন যে, তিনি যেন দালাল রাজ মুক্ত হয়ে রোগীদের উপসমে কাজ করে যান।