পাথারকান্দি : রবিবার কালি পুজা ও আলোর উৎসব দীপাবলির রাতে পাথারকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা প্রাণ হারাল এক যুবক।
অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পাথারকান্দির মুন্ডমালা খেলার মাঠের সম্মুখে সংঘটিত হয়েছে।
জানা গেছে ভার্গব পাথারকান্দির বিশিষ্ট ব্যাবসায়ী মডেল লাইব্রেরির মালিক ভাস্কর দাসের একমাত্ৰ পুত্ৰ।
ঘাতক গাড়িরটি পাথারকান্দির বিশিষ্ট ব্যবসায়ী পরিতোষ বানিকর পুত্ৰ নবীন বনিকের।
নিহত ভার্গব এবং গাড়ির মালিক নবীন তারা দুই বন্ধু ছিল জানাগেছে।
ঘটনার সময় ভার্গব এবং তার দুই সঙ্গি মুন্ডমালা শ্মাশান কালিবাড়ির পুজা দেখে জাতীয় সড়কের পাশ দিয়ে পায়ে হেটে ঘরে ফিরছিল।
সেই সময় লোয়াইরপোয়া থেকে পাথারকান্দি অভিমুখে দ্রুতবেগে আসা বন্ধুর আইটেন গাড়ী পিছন দিক থেকে তাকে ধাক্কা মেরে সড়কের পাশে ফেলে দেয়।
এতে ঘটনাস্থলেই ভার্গবের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার সঙ্গে কথা অপর বন্ধু গৌরভ পাল।
বিকট সব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে আহতদের উদ্ধার করে পাথারকান্দি হাস্পাতালের চিকিৎসা জন্য পাঠান।
এদিকে পাথারকান্দি পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে ছুটে এসে ঘাতক গাড়ি নিজ হেফাজতে নিয়ে যায়।
স্থানীয়দের কথা মতো দূর্ঘটনা এতই ভয়ানক ছিল, বাহনের ধাক্কায় সড়কের পাশে থাকা লোহার রেলিঙ এবং গাড়ির সম্মুখের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে।
এতে মারাত্মক আহত হয় গাড়ির চালক নবীন বনিক।
এই সময়ে পাশে দাড়িয়ে সমবেদনা এবং গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর পাথারকান্দির কর্মরত সাংবাদিক সংস্থার প্রাক্তন ও বর্তমান সভাপতি সম্পাদক সহ সদস্যরা।
এছাড়াও শোক প্রকাশ করেছেন, করিমগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মিহির দেব নাথ, সাধারণ সম্পাদক অরুপ রায়, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণ পাল, আব্দুল মান্নান, জেলা কৃষাণ মোর্চার সভাপতি অমিতাভ দে, পাথারকান্দি কলেজের প্রিন্সিপাল ড০ মঞ্জুরুল হক সহ অনেকেই। ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ পাথারকান্দি।