হাইলাকান্দি, ২৭ অক্টোবর : হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া জেলার যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কম সংখ্যক ছাত্র-ছাত্রী আছেন সেগুলোকে একত্রিকরন করার নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি জেলার সব অঙ্গনওয়াড়ি কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বৃহস্পতিবার রাতে হাইলাকান্দিতে অনুষ্ঠিত সব বিভাগের এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন।
গ্রমোন্নয়ন বিভাগের কাজকর্ম পর্যালোচনার সময় পঞ্চদশ অর্থ কমিশনের ২০২০-২১ এবং ২১-২২ অর্থবছরের হাতে নেওয়া প্রকল্পগুলির কাজ আরো দ্রুত করার জন্য পদক্ষেপ নেবার নির্দেশ দেন।
স্বাস্থ্য বিভাগের কাজকর্ম পরিচালনার সময় তিনি জেলায় দুইজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ পাঠানোর আশ্বাস দেন।
সভায় জানানো হয়েছে, গত বছর জেলায় ২ লক্ষ ২৬ হাজার রোগী হাসপাতাল গুলির বহির্বিভাগের চিকিৎসা করালেও এবছর তা বেড়ে ৩ লক্ষ ৬৯ হাজারে দাঁড়িয়েছে।
পিএইচই বিভাগ থেকে জানানো হয়, জেলায় ২৮৮ টি নলবাহিত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হলেও এ পর্যন্ত ১১০ টি কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১৭৮ টির কাজ এগিয়ে চলেছে।
শিক্ষা বিভাগের প্রকল্প গুলি খতিয়ে দেখার সময় মন্ত্রী মল্ল বরুয়া শিক্ষকদের রেশনেলাইজেশনের নির্দেশ দেন প্রশাসনকে।
সভায় উপস্থিত দুই বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী এবং জাকির হোসেন লস্কর জেলায় ছাত্রছাত্রীদের বৃত্তি নিয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। সভায় জেলাশাসক নিসর্গ হিবরে সহ, ডিডিসি আর কে লস্কর, জেলার সব শীর্ষ আধিকারিক এবং দুই বিজেপি কর্মকর্তা বিশ্বরূপ ভট্টাচার্য ও স্বপন ভট্টাচার্য অংশ নেন।