ধলাই, ২৭ অক্টোবর : সোনাই বিধানসভা সমষ্টির অতি প্রাচীন চন্দ্রগিরি ঐতিহ্যবাহী ভুবনেশ্বর শিব মন্দিরের স্থাপনা দিবসে উপস্থিত হয়ে বিশ্বের মঙ্গল কামনার্থে মহাদেবের চরণে বৃহস্পতিবার পূজা অর্চনা করলেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
উল্লেখ্য প্রতি বছর ভ্রাতৃ দ্বিতীয়ার পবিত্র দিনে হাজার হাজার শ্রদ্ধালুর সমাগম হয় এই মন্দিরে। মূলন পবিত্র ভ্রাতৃ দ্বিতীয়ার দিনই এই মন্দিরের স্থাপনা করা হয়েছিল।
প্রতিবছর ধলাই, সোনাই সহ বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে ডিমাসা বর্মন সম্প্রদায়ের লোকেরা এই মন্দিরে এসে পূজা অর্চানা করেন।
উল্লেখ্য ১৭৭৪ খ্রিস্টাব্দে এই মন্দিরের স্থাপনা করেছিলেন রাজা কৃষ্ণ চন্দ্র নারায়ন। পবিত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, কাছাড়ের অতিপ্রাচীন ঐতিহ্যবাহী মন্দির হল চন্দ্রগিরি ভুবনেশ্বর শিব মন্দির।
বহু কম লোকেই এব্যাপারে যানেন, কিন্তু কীভাবে দীর্ঘ প্রায় ২৩৫ বছর পূর্বে এই মন্দিরের স্থাপনা করা হয়েছিল, এই ঐতিহ্যবাহী মন্দিরের বিষয়ে আজকের নতুন প্রজন্মকে যানতে হবে।
তিনি এই ঐতিহ্যবাহী মন্দিরের সর্বাঙ্গীন উন্নয়নে আরও সরকারি অনুদানের অনুমোদন করবেন।
অনুষ্ঠানে বিশেষ করে ধলাই সমষ্টির অধিকাংশ ডিমাসা শ্রদ্ধালুরা উপস্থিত ছিলেন এবং তিনি প্রত্যেকের মঙ্গল কামনার্থের জন্য প্রার্থনা করেন। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মধ্য ধলাই জেলা পরিষদ তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভুষন পাল সহ ডিমাসা সাহিত্য সভা ও ডিমাসা সংস্কৃতি পরিষদের সদস্যরা।