করিমগঞ্জ, ২৭ অক্টোবর : আগে রাজ্যে ঋণমেলা হত, এখন বিজেপি সরকার ঋণ পরিশোধের মেলা আয়োজন করছে। মাইক্রোফিনান্সের চেক বণ্টনে এমন কথাই বললেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।
বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আসাম মাইক্রো ফাইনান্স ইনসেনটিভ অ্যান্ড রিলিফ স্কিম- ২০২১ এর অধীনে হিতাধিকারীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ করেন মন্ত্রী।
তিনি বিজেপি সরকারের জনকল্যাণমূলক কাজের উদাহরণ তুলে ধরেন। এদিন দ্বিতীয় পৰ্যায়ে জেলার ১৮৭৩ জন হিতাধিকারীর মধ্যে এই চেক প্রদান করা হয়।
জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ এবং বদরপুরের বিধায়ক আজিজ আহমেদ সহ রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য,পুরপতি রবীন্দ্র কুমার দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া জনস্বাস্থ্য কারিগরি বিভাগের লঙ্গাই রোডের জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করেছেন।
কাছাড় ও হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শুক্রবার শিলচর ও হাইলাকান্দিতে মাইক্রো ফাইনান্সের হিতাধিকারীদের মধ্যে চেক বন্টন করবেন।
মন্ত্রী হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে এদিন সকাল ১০টায় এবং শিলচর রাজীব ভবনে বেলা আড়াইটায় হিতাধিকারীদের হাতে এসব চেক তুলে দেবেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শিলচরে জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংসদ, বিধায়ক ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করবেন ।