গরীব মানুষের অধিকার হাইজ্যাক করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ   

Spread the love

হাইলাকান্দিতে মাইক্রোফিনান্সের চেক বন্টন অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্তমল্লর সতর্কবার্তা

হাইলাকান্দি ২৮ অক্টোবর : হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া মাইক্রো ফিনান্সের দ্বিতীয় পর্যায়ের চেক বন্টনের সূচনা করেছেন।

শুক্রবার রবীন্দ্রভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৫১১ জন হিতাধীকারীকে ৯৫ লক্ষ টাকার চেক বন্টন করার কাজের সূচনা করেন।

মন্ত্রী বরুয়া বলেন সরকার দরিদ্র জনসাধারণের প্রাপ্য অধিকার পৌঁছে দিতে অরুণোদয়, বিনামূল্যে চাল সহ নানা  প্রকল্পের বাস্তবায়ন স্বচ্চতার সাথে করছে।

যদি কোন ব্যক্তি দরিদ্র জনসাধারণের প্রাপ্য অধিকার পেতে ব্যাঘাত সৃষ্টি করে অথবা ভুয়ো হিতাধিকারী সেজে অধিকার কেড়ে নেয় তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাইক্রো ফিন্যান্স চেক বন্টন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার থেকে এই কার্যসূচী হাতে নেওয়া হয়েছে।

জেলার উন্নয়ন প্রসঙ্গে অভিভাবক মন্ত্রী বরুয়া বলেন, পিছিয়ে পড়া জেলা হাইলাকান্দিকে রাজ্যের অন্যান্য জেলার মতো এগিয়ে নিয়ে যেতে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে এ জেলায়ও তা বাস্তবায়ন করা হবে।

জেলার তিন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, নিজামুদ্দিন চৌধুরী এবং জাকির হোসেন লস্কর মাইক্রো ফিনান্সের চেক বন্টনের মত সরকারের কার্যসূচির ভূয়সী প্রশংসা করেন।

জেলাশাসক নিসর্গ হিবরে জানান এর আগে প্রথম পর্যায়ে জেলায় গত বছর ১৬ হাজার ২০৬ জনকে চেক বন্টন করা হয়। অন্যান্যদের মধ্যে পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী, বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য প্রাসঙ্গিক বক্তব্য দেন।

মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া লালা শিশু বিকাশ প্রকল্পের দক্ষিণ জোসনাবাদের ২৩ নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন।

সেখানে তিনি বলেন, রাজ্যে মোট  দুই হাজার মডেল অঙ্গনওয়াড়ি ভবন নির্মাণ করা হয়েছে। আগামী বছর রাজ্যে আরও তিন হাজার মডেল অঙ্গনওয়াড়ি ভবন নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, জেলাশাসক নিসর্গ হিবরে, ডিডিসি আর কে লস্কর অন্যান্যদের মধ্যে অংশ নেন। শিশুদের সব ধরনের সুবিধা উপলব্ধ এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণ করতে খরচ হয়েছে ২৫ লক্ষ টাকা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token