ক্ষুব্ধ জনতাকে সামাল দিতে মাঠে পৌর প্রতিনিধি দল
লক্ষিপুর প্রতিনিধি, ১৯ জুন, ২০২২ ইং, রবিবারঃ প্রবল বৃষ্টিপাতে লক্ষিপুর শহরের জনগণের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে জমা জলের তলায়। এমন কি রান্নাঘরেও জমা জল থৈ থৈ করছে।
বরাক ও চিরি নদীর জল যখন বিপদ সীমা অতিক্রম হওয়ার আশঙ্কায় জনগণ ভিত ও সন্ত্রস্ত, সেই সময় জমা জলের এই তাণ্ডব নাজেহাল করে তুলেছে জনজীবনকে।
কোটি কোটি টাকা ব্যায়ে শহরের জল নিষ্কাশনে মাস্টার ড্রেন তৈরি করা হলেও সেগুলো নিম্নমানের হওয়ায় জনগণকে এই দুর্ভোগে পড়তে হয়েছে।
জনগণের মধ্যে ড্রেনিজ ব্যবস্তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় সামাল দিতে আজ মাটে নামতে বাধ্য হন লক্ষিপুর পুরোসভার সভাপতি মৃণাল কান্তি দাস, সহ সভাপতি রবিন্দ্র সিংহ, সহ পুরোসদস্য সম্পা দাস, অজন্তা দেব, গুঞ্জন কর, রুপা ছেত্রিরা।
জমা জলে আক্রান্ত এলাকা পরিদর্শন করে পুরো প্রতিনিধি দল ক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করেন, প্রবল বর্ষণ থামলেই নাকাল মাস্টার ড্রেইন গুলোকে সারাই করে জমাজল নিষ্কাশনের উপযোগী করে তুলা হবে।
লক্ষিপুর পুরোসভার সভাপতি মৃনাল কান্তি দাস জনগণের এই কঠিন সময়ে পাশে থাকার অঙ্গিকারও করেন। কিন্তু পুরো প্রতিনিধি দলের আশ্বাসে খুশিনন ভুক্ত ভুগিরা। তারা বিগত দিনের পুরোসভার কাজ নিয়ে ক্ষুভ প্রকাশ করেন। তাদের আশঙ্কা পুরোসভার এই উধাসিনতার জন্য দীর্ঘদিন জলবন্দি থাকলে বিভিন্ন জলবাহিত রুগের কবলে পড়তে হতে পারে জনগণকে।