ধলাই, ২৮ অক্টোবর : থেমে নেই বার্মিজ সুপারি পাচার। এবার মারুতীভ্যানে সন্দেহজনক বার্মিজ সুপারী পাচারের পথে দশ বস্তা সুপারী সহ দুজনকে আটক করেছে ধলাই পুলিশ।
বৃহস্পতিবার রাতে ধলাই পুলিশের টহলরত পুলিশ দল এএস ১০ এ ০৪৮১ নম্বরের একটি মারুতীভ্যান থেকে দশ বস্তা সন্দেহজনক বার্মিজ সুপারী সহ দুজনকে আটক করে।
ধৃতরা হলো করিমগঞ্জ সদর থানা এলাকার পাঠগ্রামের বাসিন্দা আব্দুল মালিকের কুড়ি বছরের পুত্র মুস্তাফা আহমেদ ও কাছাড় জেলার কাটিগড়া পুলিশ থানা এলাকার টুকরগ্রামের বাসিন্দা প্রয়াত আব্দুল বারিকের পুত্র সফিক রহমান।
এই দুজন মারুতীভ্যানে করে সুপারি গুলো মিজোরামের দিক থেকে শিলচর অভিমুখে নিয়ে যাচ্ছিল। শুক্রবার দিনে ধৃত দুজনকে আদালতে সোপর্দ করেছে ধলাই পুলিশ। আসাম মিজোরাম সীমান্তবর্তী ধলাই পুলিশের চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কৌশল অবলম্বন করে পাচার হচ্ছে বার্মিজ সুপারি।