মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ২৯ অক্টোবর : শনিবার দুপুর ১২ টা নাগাদ হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের বক্রিহাওর ১ম খন্ড (আনোয়ারপার) গ্ৰামে একটি পরিত্যক্ত কুঁয়ো পরিষ্কার করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বাড়ির মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা জলের কূঁয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয় নাজিম উদ্দিন (৬০) রশিদ আহমদ (৫০), নাজিম উদ্দিনের বছর ২২ এর পুত্র আবু সালেহ এবং তসলিম উদ্দিন নামের একজন মিস্ত্রি।
এর মধ্যে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মিস্ত্রি তসলিম উদ্দিনের বাড়ি করিমগঞ্জ জেলার গামারিতে বলে জানা গেছে।
তাছাড়া সাহিদ আহমদ ও সজীব উদ্দিন নামের আরও দুজন ব্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ হিসেবে ধরা হয়েছে যে পরিত্যক্ত কূঁয়ো পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে কিংবা গভীর কূঁপে অক্সিজেন শূন্য হয়ে এমন দূর্ঘটনা সংঘটিত হয়েছে।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে এস ডি আর এফ বাহিনী ও পুলিশে খবর দিলে কিছু সময়ের মধ্যে স্থানীয় বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ পুলিশ ও এস ডি আর এফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।
এবং ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এস কে রায় অসামরিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গোটা হাইলাকান্দি জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এই মর্মান্তিক দূর্ঘটনার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। তিনি এ ঘটনায় নিহতদের পরিবারকে মূখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে সাহায্য প্রদানের দাবীও জানান।