হাইলাকান্দি ২৯ অক্টোবর : সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তীতে রাষ্ট্রীয় একতা দিবস পালন উপলক্ষে ৩১ অক্টোবর, সোমবার হাইলাকান্দি জেলায় রান ফর ইউনিটি শোভাযাত্রা বের করা হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে এই উপলক্ষে সোমবার জেলা জুড়ে ১০০ টি ইউনিটি রান এর আয়োজন করা হয়েছে। প্রতিটি রানে কম করেও ৭৫ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন।
এর মধ্যে শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় হাইলাকান্দি শিক্ষাখণ্ডে ৩৪ টি, লালা শিক্ষাখন্ডে ৩৫টি, কাটলিছড়া শিক্ষা খন্ডে ৩০টি এবং জেলা সদরে একটি ইউনিটি রান বের করা হবে।
জেলা সদরের রানটি জেলাশাসকের কার্যালয় থেকে বাটা পয়েন্ট হয়ে পুরোনো হাসপাতাল পয়েন্ট, কালীবাড়ি রোড পয়েন্ট, এস এস রোড, পুলিশ রিজার্ভ, একাদশ শহীদ সরণি হয়ে পুনরায় ডিসি অফিসে এসে মিলিত হবে।
জেলার সব কয়টি ইউনিটি রান সোমবার সকাল সাড়ে ৭ টায় বের করা হবে।
জেলায় এই ইউনিটি রান সফল করে তুলতে শনিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সব বিভাগকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলাশাসক নিসর্গ হিবরের পৌরোহিত্যে সভায় রাষ্ট্রীয় একতা দিবস আয়োজনের কার্যসূচি প্রণয়ন করা হয়। দিবসটি উপলক্ষে এরপর সকাল সাড়ে দশটায় সরকারি সব কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে সমবেত শপথ বাক্য পাঠ করা হবে।