ধলাই ৩০ অক্টোবর : লায়লাপুর পুলিশের বৃহৎ সাফল্য, একের পর এক অভিনব কৌশল অবলম্বন করে বার্মিজ সুপারি পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে চোরাকারবারিরা।
পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে আসা বড় বড় লরিতে গোপন চেম্বার বানিয়ে আরেকটি নতুন পন্তা অবলম্বন করে সুপারি পাচার করতে গিয়ে লায়লাপুর পুলিশের হাতে ধরা পড়ল সুপারিবাহি দুইটি লরি।
লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্ট এর সম্মুখে নাকা চেকিং চলাকালীনের সময়ে রবিবার সকাল সাতটার দিকে মিজোরামের দিক থেকে আসা দুইটি লরির গতিরোধ করে লায়লাপুর পুলিশ।
গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বেরিয়ে আাসে গোপন চেম্বারে সুপারি বোঝাই রয়েছে।
সঙ্গে সঙ্গে উভয় গাড়ির চালক ও সহ চালক মিলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতরা হলো গাড়ি চালক জাইদুল আলম মজুমদার ও সহচালক রেজুল আলম বড়ভুইয়া কাছাড় জেলার কাটিগড়া তারিনিপুর তৃতীয় খন্ডের বাসিন্দা।
ওপর গাড়ি চালক কাটিগড়া জগদীশপুরের বাসিন্দা সাইদুল হক। পুলিশ তিনজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
গাড়ি থেকে সুপারি নামানো না হওয়ায় উদ্ধারকৃত সুপারির পরিমাণ ও বাজার মূল্য জানা সম্ভব হয়নি।
আসাম সীমান্ত লায়লাপুর হয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে পাচার হচ্ছে বার্মিজ সুপারি। থেমে নেই পুলিশও। আটক করা হচ্ছে সুপারি সহ পাচারকারীরাদের।