রূপক নাথ, কাটিগড়া, ৯ অক্টোবর বলেশ্বর নদীর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল জিপির বিশ্বম্ভরপুর এলাকার বাসিন্দা দিনমজুর রাকেশ চন্দ্র দাস (৫৫) নামের জনৈক এক ব্যক্তির।
জানাগেছে রুজি রুটির তাগিদে প্রতিদিনের মতোই শনিবার সকালে ঘর থেকে বেরিয়ে সঙ্গীদের সাথে বলেশ্বর নদী সাতরে নিউ মালিডর থেকে একটি গাছের টুকরো আনার সময়ে ময়নাগড়ের বাটুলমারা মোকাম সংলগ্ন স্থানে আসতেই এই দুর্ঘটনাটি ঘটে।
গাছের টুকরো সহ নদীর প্রবল শ্রোতের মধ্যে পড়ে তলিয়ে যান হতভাগা রাকেশ চন্দ্র দাস। ঘটনার পর রাকেশের সঙ্গীরা সহ স্থানীয় জনগণ কুশিয়ারকুল জিপি সভানেত্রীর প্রতিনিধি কনক নাথকে জানান।
কনক নাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোমড়া পুলিশকে খবর দেন, পুলিশ ঝুলন পুল সংলগ্ন বলেশ্বর নদী থেকে রাকেশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিছে।