শিলচর, ৩০ অক্টোবর : ছট পূজাকে কেন্দ্র করে রবিবার গোটা বরাক উপত্যকা এক উৎসবের আমেজে মেতে উঠেছে।
কাছাড় জেলার বিভিন্ন ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।
বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর লোক ঐক্যবদ্ধ হয়ে জেলার অন্নপূর্ণা ঘাট, মেহেরপুর ফ্লাওয়ার মিল ঘাট, রাম সিংহাসন ঘাট, ইটখোলা ঘাট সহ অন্যান্য জলাশয়ে জমায়েত হয়ে সূর্য দেবকে অর্ঘ্য প্রদান করেন।
সংবাদ মাধ্যমের সাথে আয়োজকরা বলেন, ছট পূজার সঙ্গে মানুষের অনুভূতি ও আনন্দ জড়িত।
ছট হলো পুরো পরিবারের সাথে থাকার সুবর্ণ সুযোগ। কথিত আছে উৎসব সম্পর্ককে মজবুত করে।
রবিবার জেলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে অস্তগামী সূর্যের আরাধনা করার পাশাপাশি অর্ঘ্য প্রদান করেছেন।
সোমবার জেলার মানুষ উদয়গামী সূর্য আরাধনার মাধ্যমে ছট পূজার সমাপ্তি হবে। সবাই পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে আরাধনা করে ছট পূজাকে সফল ও স্বার্থক করে তোলায় সকলের প্রতি এদিন ছট পূজার শুভেচ্ছা সহ ধন্যবাধন জ্ঞাপন করেন আয়োজকরা।