সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৩০ অক্টোবর : প্রতি বছরের ন্যায় এবারও অন্যান্য রাজ্যর সঙ্গে তাল মিলিয়ে দুল্লভছড়ার এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে ছট পূজার হয়েছে।
মুলপর্বে আজ ৩০ অক্টোবর কার্তিক শুক্লা যষ্টী তিথিতে সূর্ষাস্তের আগে সিংলানদীর কোমর জলে দাড়িয়ে সূর্য্যদেবকে বৈদিক নিয়ম অনুযায়ী পূজার্চনা ও নৈবেদ্য সহ দুধ অর্ঘ্য প্রদান করেন ছট ব্রতীরা।
আগামীকাল সোমবার উদীয়মান সূর্য্যদেবকে পূনরায় অর্ঘ্য নিবেদনের মাধ্যমে চারদিন থেকে চলে আসা ছটপূজার সমাপ্তি হবে। উল্লেখ্য যে পারিবারিক সূখ সমৃদ্ধি ও শান্তি সহ মনোবাঞ্চা পূরনের লক্ষ্যে এই পূজো পালন করা হয়।