হাইলাকান্দি, ১৭ জানুয়ারি : হাইলাকান্দি থেকে আসাম বিশ্ববিদ্যালয় যাতায়াতের বেহাল রাস্তার প্রতিবাদে মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা বন্ধুকমারা এলাকা উত্তাল আন্দোলন গড়ে তুলেন।
পড়ে রাস্তা সাত দিনের মধ্যে বেহাল এই রাস্তা যাতায়াতের উপযোগী করে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করেন হাইলাকান্দি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার।
এদিনের আন্দোলনের খবর পেয়ে ছুটে যান হাইলাকান্দির সার্কেল অফিসার ডেবিট বরাও, তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন এবং সমাধানের আশ্বাস দেন।
আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিবাদী এ আন্দোলনের শ্লোগানে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।
হাইলাকান্দি থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের সহজ নির্ভরশীল এ রাস্তার বেহাল দশার শীঘ্রই সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলার দাবিতে প্রতিবাদ মুখর হোন তারা।
এদিন সকাল থেকে বিকেল প্রায় তিনটে পর্যন্ত তাদের প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকে।
আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি শুভময় চন্দ সহ ইউনিয়নের বিশিষ্ট পদাধিকারী স্বপ্নদীপ সেন, কৃষ্ণাংশু চক্রবর্তী প্রমুখদের নেতৃত্বে এদিনের প্রতিবাদী আন্দোলন হয়।
শেষ পর্যন্ত হাইলাকান্দি জেলা পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার সাত দিনের মধ্যে বেহাল এ রাস্তার সংস্কার করে যাতায়াতের উপযোগী করে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে প্রত্যাহার করে নেওয়া হয়।
ছাত্রছাত্রীরা জানান, রাস্তা সংস্কারের দাবিতে অতীতেও এভাবে বার কয়েক প্রতিবাদী আন্দোলন গড়ে তুলা হয়েছে, কিন্তু কোনো সুফল মিলেনি।
এবার হাইলাকান্দি জেলা পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার সাত দিনের সময় নিয়ে লিখিত দিয়েছেন, এই সময়ের মধ্যে কাজ না হলে আগামিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুমকি দেন ছাত্রছাত্রীরা।
তারা জানান রাস্তার বেহাল দশার জন্য সময় মতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছতে পারেন নি। তাদের পরীক্ষা সহ অধ্যয়নে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়া অনেক সময় রাস্তায় গাড়ি ফেঁসে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে বসে কাটাতে হয়, এতে ছাত্রীদের নিরাপত্তা সমস্যা বেড়ে যায় বলে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র নেতারা।